আজকাল ওয়েবডেস্ক:‌ সেমিফাইনালেও ছিল বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু হয়নি। আবার মহিলা বিশ্বকাপের ফাইনালেও থাকছে বৃষ্টির আশঙ্কা। চলতি বিশ্বকাপে একাধিক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তার মধ্যে ভারত–বাংলাদেশ ম্যাচও ছিল। আবার ভারত–নিউজিল্যান্ড ম্যাচেও হয়েছিল বৃষ্টি। 


ফাইনালেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় মহিলা দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাও তাই। প্রথমবার ফাইনালে উঠেছে তারা। নবি মুম্বইয়ে বহু প্রতীক্ষিত সেই ম্যাচে বৃষ্টির আশঙ্কা প্রবল। এই পরিস্থিতিতে খেলা ভেস্তে গেলে কোন দলের হাতে উঠবে ট্রফি?


জানা গিয়েছে, মহারাষ্ট্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদার জানাচ্ছে, শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮৬ শতাংশ। রবিবার বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। বিকেল ৪টে থেকে সন্ধে ৭টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশেরও বেশি। এই মাঠেই বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল সেই ম্যাচ।


রবিবার যদি খেলা না হয়, সেক্ষেত্রে আইসিসি একটা রিজার্ভ ডে রেখেছে। সেক্ষেত্রে ৩ নভেম্বর, সোমবার ফের হবে ফাইনাল। সেদিনও বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। প্রশ্ন হল, দু’দিনই যদি বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হয়, তাহলে কাদের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? উত্তর হল দক্ষিণ আফ্রিকা। কারণ গ্রুপ পর্বে ভারতের থেকে এগিয়ে ছিল দক্ষিণ আফিকা। অর্থাৎ ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের প্রতিপক্ষ বৃষ্টি।


তার উপর গ্রুপ পর্যায়ে ভারতকে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে। সেটাও দক্ষিণ আফ্রিকার কাছে একটা অ্যাডভান্টেজ। ভারতীয় সমর্থকদের এখন একটাই প্রার্থনা, ফাইনালে যেন বৃষ্টি না হয়।