রাত পোহালেই ফেব্রুয়ারি। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, আগামী মাস হতে চলেছে ফেব'ওয়ারি'। রীতিমত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ২০২৬ সালের দ্বিতীয় মাস। কিন্তু কেন? কোন বাধা, বিপত্তি দেখা দেবে? ছবি- সংগৃহীত
2
6
ফেব্রুয়ারি মাস মোটেই স্থিতিশীল বা শান্তিপূর্ণ ভাবে কাটবে না। বরং উল্টে অন্যতম ভয়ঙ্কর মাস হিসেবে নিজেকে প্রমাণ করতে পারে। কিন্তু কেন? গ্রহদের স্থিতি স্থির থাকবে না। কসমিক পরিবেশ স্থিতিশীল থাকবে না, তারই প্রভাবের কারণে ফেব্রুয়ারি মাস মোটেই ভাল কাটবে না। কী কী একদম করা যাবে না আগামী মাসে, আর কী করলে সাময়িক স্বস্তি পাবেন জেনে নিন। ছবি- সংগৃহীত
3
6
কী বলছেন, না বলছেন সেটার দিকে বিশেষ নজর দিন। ভেবে চিন্তে কথা বলুন, শব্দচয়ন করুন। গ্রহের কারণে কিন্তু সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। ঝগড়া, বিবাদ লাগতে পারে। ছবি- সংগৃহীত
4
6
আর্থিক স্থিতিও ভাল যাবে না আগামী মাসে। অকারণ খরচ বৃদ্ধি পাবে। ব্যক্তিগত জীবন টালমাটাল হবে। কিন্তু যাই হোক, অধৈর্য হবেন না। শান্ত, ধীর ভাবে ব্যাপারটা হ্যান্ডেল করুন। মাথা ঠান্ডা রাখুন। হঠকারিতা একদমই করা যাবে না। ছবি- সংগৃহীত
5
6
কোনও আর্থিক লেনদেন করার আগে বারবার ভাবুন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাই। নিজে কী করে সেফ সাইডে থাকবেন সেটা ভেবে কাজ করুন, সিদ্ধান্ত নিন। এই সময় কোনও কিছু কেনা বা বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। যতটা কম সম্ভব ততটাই কম ভ্রমণ করুন। ছবি- সংগৃহীত
6
6
এছাড়া গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে রোজ সকাল ঘুম থেকে উঠেই সুরক্ষা মুদ্রা বানিয়ে নিন। কী ভাবে বাঁ হাতের তালু দেখুন। এবার ডান হাতের বুড়ো আঙুল বাঁ হাতের তালুর ঠিক মাঝখানে রাখুন। এবার বাঁ হাতের চারটি আঙুল দিয়ে সেটা ঢেকে মুষ্ঠি হস্ত বানান। কেবল বাঁ হাতের বুড়ো আঙুল খোলা রাখবেন। এবার সেই বুড়ো আঙুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন। ছবি- সংগৃহীত