আজকাল ওয়েবডেস্ক: রবিবার মহিলা বিশ্বকাপের ফাইনাল। খেলা হবে নবি মুম্বইয়ে। এই নিয়ে ভারত তিনবার ফাইনালে উঠল। আগের দু’বারই হারতে হয়েছে। আর দক্ষিণ আফ্রিকা এই প্রথম উঠল ফাইনালে। অর্থাৎ এবার নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। আর ভারত ৫ উইকেটে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। অসাধ্যসাধন করেছেন জেমাইমা রড্রিগেজরা। বাকি আর একটা ধাপ।
এদিকে, আইসিসি ফাইনালের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করেছে। অনফিল্ড আম্পায়ার থাকবেন এলোইসি শেরিদান ও জ্যাকলিন উইলিয়ামস। সেমিফাইনালেও এই জুটিই ছিলেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার অন্য একটি ম্যাচেও আম্পায়ার ছিলেন উইলিয়ামস। সেই ম্যাচটিও জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন সুই রেডফার্ন। চতুর্থ আম্পায়ার নিমালি পেরেরা। ম্যাচ রেফারির দায়িত্বে মাইকেল পেরেরা। খেলা শুরু হবে রবিবার দুপুর তিনটে থেকে।
এদিকে, ভারতের কাছে হারের পর অবসরের ইঙ্গিত দিয়েছেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। অজি অধিনায়কের কথায়, ‘গোটা প্রতিযোগিতায় আমরা ভাল খেলেছি। সেই কারণেই পরাজিতদের সারিতে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে। জেতার মতো রান করলেও শেষ পর্যন্ত আমরা হেরে গেলাম। বিপক্ষের উপর অনেক চাপ তৈরি করলেও তা কাজে লাগাতে পারলাম না।’
পরের বিশ্বকাপ নিয়ে হিলি জানান, ‘আমি খেলব না। পরের ওয়ানডে সার্কেলে তো এটাই সৌন্দর্য। সেখানে নতুন কিছু হয়তো দেখতে চলেছি। তবে তার আগে আগামী বছরের মাঝামাঝি টি–টোয়েন্টি বিশ্বকাপ। যা খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলে হয়তো বড় কিছু পরিবর্তন হতে চলেছে।’
প্রসঙ্গত, ৮২ রানের মাথায় জেমাইমা রদ্রিগেজের ক্যাচ ফেলেন হিলি। সেটাই টার্নিং পয়েন্ট হয়ে যায়। ১২৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ভারতকে ফাইনালে পৌঁছে দেন জেমি। এই হারের ধাক্কাতেই কি অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক? তবে সেমিফাইনালে পরাজয় থেকে অস্ট্রেলিয়া যে শিক্ষা নিতে চায়, সে কথাও জানিয়েছেন হিলি। তাঁর কথায়, ‘ভুল থেকে আমরা শিখব। আশা করি ভুলগুলো শুধরে ফিরে আসব।’
