আজকাল ওয়েবডেস্ক: রবিবার মহিলা বিশ্বকাপের ফাইনাল। নবি মুম্বইয়ে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। অথচ ফাইনালের টিকিটই নাকি এখনও ছাপা হয়নি? এমন প্রশ্ন উঠছে। কারণ সমর্থকরা নাকি টিকিট কাটতে পারছেন না। প্রশ্ন উঠছে, ফাইনালের টিকিট বিক্রিতে এত দেরি কেন হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন।
নেটিজেনদের অভিযোগ, মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের অফিসিয়াল টিকিটিং সংস্থা এখনও পর্যন্ত বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচের টিকিট প্রকাশ করেনি। গোটা বিশ্বকাপে টিকিটের দাম সর্বনিম্ন ১০০ টাকা রাখা হয়েছিল, যাতে বিপুল সংখ্যক দর্শক ম্যাচ উপভোগ করতে পারেন। তবে বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ের আগে সমর্থকরা আসন নিশ্চিত করবে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা।
সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা বিসিসিআই এবং আইসিসি’র বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁদের প্রশ্ন, এত বড় একটা ইভেন্টের ফাইনালের আগে কীভাবে এমন অপেশাদারিত্ব থাকতে পারে? ক্রিকেটপ্রেমীরা এই ধরনের বিভ্রান্তির শিকার আগেও হয়েছেন। ২০২৩ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের সময়ও অনুরূপ পরিস্থিতি তৈরি হয়েছিল। একেবারে শেষ মুহূর্তে ম্যাচের টিকিট প্রকাশ করা হয়েছিল।
এটা ঘটনা, সেমিফাইনালে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য জয়ের পর ফাইনালের টিকিটের চাহিদা আকাশছোঁয়া। ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। অনবদ্য খেলেন জেমাইমা রড্রিগেজ (১২৭), অধিনায়ক হরমনপ্রীত (৮৯)। জেমিদের এমন লড়াইয়ে উচ্ছ্বসিত গোটা ভারত। ফাইনালে সামনে দক্ষিণ আফ্রিকা। চূড়ান্ত লড়াইয়ে প্রোটিয়াদের হারাতে পারলেই প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পাবেন হরমনপ্রীতরা। সেই জয় স্টেডিয়ামে বসে তারিয়ে তারিয়ে উপভোগ করতে চান সমর্থকরা। তার আগে টিকিট নিয়ে বিভ্রান্তির সামনে ক্রিকেটপ্রেমীরা।
প্রসঙ্গত, ভারতের সেমিফাইনাল ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন প্রায় ৩৪,৬০০ দর্শক।
