আজকাল ওয়েবডেস্ক: রবিবার বরোদায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ। তারই প্রস্তুতিতে মগ্ন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।‌ তৈরি হচ্ছে কিউয়ি ব্রিগেডও। রো-কো জুটির বিরুদ্ধে বল করার জন্য উদগ্রীব কাইলি জেমিসন। তবে তার আগে সরল স্বীকারোক্তি কিউয়ি পেসারের। স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতের মাটিতে রোহিত এবং কোহলির বিরুদ্ধে বল করা সহজ হবে না। জেমিসন বলেন, 'আমি অবশ্যই উত্তেজিত। ভারতীয় দল শক্তিশালী। দু'জন মহাতারকার কথা আলাদাভাবে বলতেই হবে। দীর্ঘদিন ধরে ওরা ক্রিকেটে আছে। তাই আবার ভারতে খেলার সুযোগ পেয়ে ভাল লাগছে। পরের কয়েক সপ্তাহ চ্যালেঞ্জের অপেক্ষায়।' 

ভারতীয় উইকেটে যে রোহিত, কোহলির বিরুদ্ধে বল করা কঠিন, সেটা সরাসরি মেনে নিলেন। জেমিসন বলেন, 'বিশ্বের যেকোনও প্রান্তে ওদের বিরুদ্ধে বল করা কঠিন। ঘরের মাঠে আরও বেশি। নিজেদের ডেরায় ওদের বিরুদ্ধে খুব বেশি বোলার তেমন সাফল্য পায়নি। সেই কারণেই ওদের এত রেকর্ড। আমার মনে হয়, পুরো ভারতীয় লাইন আপকে বল করা চ্যালেঞ্জিং। আমাদের আগাম পরিকল্পনা করতে হবে। সবটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।' 

টি-২০ বিশ্বকাপ শুরু হতে ঠিক এক মাস বাকি। তাঁদের আসল লক্ষ্য সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। তবে বর্তমানে তাঁদের ফোকাস আট ম্যাচের সাদা বলের সিরিজ। জেমিসন বলেন, 'আমার মনে হয় এখন প্রত্যেক দলের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ। বিশেষ করে যারা ইতিমধ্যেই ভারতে এসে গিয়েছে। আমরাও অন্যত্র নয়। আমরা তার প্রস্তুতির জন্য এক মাস সময় পেয়েছি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম ফোকাস একদিনের সিরিজ। তারপর টি-২০ সিরিজ নিয়ে ভাবব। শেষে বিশ্বকাপের চ্যালেঞ্জ নিয়ে।' আপাতত ভারতের বিরুদ্ধে আট ম্যাচের সিরিজ কিউয়িদের ফোকাস হলেও, পাখির চোখ টি-২০ বিশ্বকাপ। আসন্ন সিরিজে তারই প্রস্তুতি সারবে নিউজিল্যান্ড। 

ভারতের বিরুদ্ধে সিরিজে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ২০২৭ বিশ্বকাপে দেখতে চান নিউজিল্যান্ডের অধিনায়ক। ব্রেসওয়েল বলেন, 'আমি দু'জনকে বিশ্বকাপে দেখতে চাই। ওরা এখনও খুব ভাল ক্রিকেট খেলছে। তাই থামার কোনও কারণ নেই। ওদের রেকর্ড সেটা স্পষ্ট বলে দেয়। ওদের মোটেই হেলাফেলা করা যাবে না।' তিন ম্যাচের একদিনের সিরিজের পর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। ২১ জানুয়ারি থেকে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের‌ সিরিজ।