আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ। পেটের অস্ত্রোপচারের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিলক বর্মা। একটানা ধারাবাহিকতা দিয়ে তিন নম্বর জায়গা প্রায় নিজের দখলে করে নিয়েছেন বাঁ হাতি ব্যাটার। এবার সেই জায়গায় খেলবেন কে? এই বিষয়ে কোনও রাখঢাক করেননি সূর্যকুমার যাদব। স্পষ্ট জানিয়ে দেন, তিলকের জায়গা নেবেন ঈশান কিষাণ। প্রথম তিন ম্যাচে নেই বাঁ হাতি। তাঁর জায়গায় দলে সুযোগ পান শ্রেয়স আইয়ার।‌ কিন্তু প্রথম ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। কারণ টি-২০ বিশ্বকাপের দলে আছেন ঈশান। শুভমন গিলের জায়গায় সুযোগ পান ভারতীয় উইকেটকিপার ব্যাটার। টিম কম্বিনেশনের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম তিন ম্যাচে তিলকের পরিবর্ত হিসেবে দলে সুযোগ পান শ্রেয়স। 

প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার বলেন, 'ঈশান তিন নম্বরে ব্যাট করবে। কারণ ও আমাদের বিশ্বকাপের দলের অঙ্গ। ওকে আগে দলে নেওয়া হয়েছিল। তাই ওকে সুযোগ দেওয়া আমাদের কর্তব্য। গত দেড় বছর ধরে ভারতের হয়ে খেলেনি। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে একটানা ভাল পারফর্ম করেছে। টি-২০ বিশ্বকাপে সুযোগ পেয়েছেন ঈশান। ওর শ্রেয়সের আগে সুযোগ পাওয়া উচিত। চার বা পাঁচ নম্বরে ব্যাট করার বিষয় হলে, সেক্ষেত্রে আলাদা প্রশ্ন ছিল। দুর্ভাগ্যবশত, তিলক না থাকায়, এই জায়গায় ঈশান আদর্শ।' 

তিন নম্বরে সাফল্য পেয়েছেন সূর্যও। তবে নিউজিল্যান্ড সিরিজে এই জায়গায় নামতে চান না। তবে সব জায়গার ব্যাট করার জন্য তৈরি। সূর্য বলেন, 'আমি দুটো পজিশনেই ব্যাট করেছি। চার নম্বরে আমার রেকর্ড বেশি ভাল। যদিও তিনেও খারাপ নয়। তবে আমি যেকোনো জায়গায় নামতে পারি। পরিস্থিতির ওপর নির্ভর করবে। যদি সঞ্জু স্যামসন আগে আউট হয়ে যায়, একজন ডান হাতির প্রয়োজন পড়ে, সেখত্রে আমি নামব।:

২০২৫ সালে ছন্দে ছিলেন না সূর্যকুমার। গড় ১৫। স্ট্রাইক রেট ১১৩। একটানা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে ব্যাটিংয়ে কোনও পরিবর্তন করতে চান না। সূর্য বলেন, 'আমি রান পাচ্ছি না। তবে আমি নিজেকে বদল করতে পারব না। গত তিন, চার বছরে আমি যা করছিলাম, সেটাই করে যাব। কারণ সেটা আমাকে সাফল্য দিয়েছে। এইভাবে ফর্মে ফিরতে পারলে ভাল। না হলে আবার শূন্য থেকে শুরু করতে হবে। আমি নেটে একইভাবে ব্যাট করছি। তার ফর্ম নিয়ে চর্চা চললেও, স্কাইয়ের দাবি, নির্দিষ্ট একজনের ফর্ম পার্থক্য গড়ে দেয় না। সূর্য বলেন, 'আমি যদি টিটি বা টেনিসের মতো কোনও খেলা খেলতাম, আমি নিজের ফর্ম নিয়ে চিন্তায় থাকতাম। তবে এটা টিমগেম। আমার প্রাথমিক দায়িত্ব দলের জন্য ভাবা। দল জিতলেই আমি খুশি। দলের সাফল্যের অঙ্গ হতে পারলে অবশ্যই ভাল লাগবে। তবে আমাকে বাকি ১৪ জনের কথাও ভাবতে হবে। ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে ভাবার জায়গা নেই।' একদিনের সিরিজে ব্যর্থতার পর, সংক্ষিপ্ত ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ভারতের সামনে।