আজকাল ওয়েবডেস্ক:‌ টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলিও। ইংল্যান্ড সিরিজে নতুন নেতা শুভমান গিল। এদিকে, টিম বাসে অধিনায়কের জন্য নির্দিষ্ট আসন থাকে। সেই আসনে বসছেন কে?‌ তিনি টেস্ট থেকে অবসর নেওয়ার পর টিমবাসে তাঁর আসন ফাঁকা নেই। তা দখল হয়ে গিয়েছে। ইংল্যান্ড সফরে কে বসছেন রোহিতের আসনে? ফাঁস করে দিলেন সতীর্থ কুলদীপ যাদব।


কুলদীপ জানিয়েছেন, আপাতত তিনিই রোহিতের আসনে বসছেন। তবে তার নেপথ্যে অন্য কারণ রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে কুলদীপ বলেন, ‘‌আমিই এখন রোহিত ভাইয়ের সিটে বসি। আমি কখনও রোহিত ভাইয়ের জায়গা নিতে পারব না। আমি বসি জাড্ডু ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য। কেরিয়ার শুরু করার পর জাদেজা ও অশ্বিন ভাইয়ের কাছে আমি অনেক কিছু শিখেছি। এখন তো আর অশ্বিন ভাই নেই। তাই জাড্ডু ভাইয়ের সঙ্গে অনেক কথা হয়।’‌ 


ভারতের টিমবাসে রোহিতের পাশের আসনে বসতেন রবীন্দ্র জাদেজা। রোহিত অবসর নিলেও জাদেজা রয়েছেন। ইংল্যান্ড সিরিজের দলেও রয়েছেন তিনি। কুলদীপ জানিয়েছেন, জাদেজার সঙ্গে কথা বলার জন্যই তাঁর পাশের আসনে বসছেন তিনি। রোহিতের আসন দখলের কোনও ইচ্ছা তাঁর নেই।


প্রসঙ্গত, জাদেজা ও অশ্বিন দীর্ঘ সময় ধরে ভারতের টেস্ট দলে দুই স্পিনারের জায়গা দখল করেছিলেন। কোনও সময় অতিরিক্ত অলরাউন্ডার হিসাবে অক্ষর প্যাটেলকেও খেলানো হয়েছে। ফলে ২০১৭ সালে টেস্ট অভিষেক হলেও এত বছরে মাত্র ১৩টা টেস্ট খেলেছেন কুলদীপ। নিয়েছেন ৫৬টা উইকেট। আর এবার ভারতীয় দলে শার্দূল ঠাকুর, নীতীশ রেড্ডির মতো দু’জন পেসার–অলরাউন্ডার রয়েছেন। বিশেষজ্ঞ পেসারদের পাশাপাশি তাঁদের মধ্যে অন্তত এক জন খেলবেন ইংল্যান্ডে।