আজকাল ওয়েবডেস্ক: কাতার বিশ্বকাপকে অনেকেই লিওনেল মেসির বিশ্বকাপ বলে আখ্যায়িত করে থাকেন। কিন্তু তিনি বোকা জুনিয়র্সের কিংবদন্তি হুগো অরল্যান্ডো মনে করেন কাতারে আর্জেন্টিনার বিশ্বজয়ের পিছনে বড় অবদান মেসির নয়। কৃতিত্ব যদি কাউকে দিতেই হয়, তাহলে তিনি এমিলিয়ানো মার্টিনেজ।
নিজের দেশের প্রাক্তন ফুটবলারের কাছ থেকেই মেসির জুটছে এমন অসম্মান। কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে যাওয়ার পরে এমন অপমান কি তাঁর প্রাপ্য ছিল?
আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজের প্রশংসা করে অরল্যান্ডো বলছেন, ''আমার মতে এমিলিয়ানো মার্টিনেজের জন্যই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। এর জন্য সবার মার্টিনেজের পায়ে চুম্বন করা উচিত। ও সব জিতে নিয়েছে। মার্টিনেজ শক্তিশালী, ফ্লেক্সিবল, ২০ বছরের বাচ্চার মতো ও। মার্টিনেজের জন্যই সবাই নিশ্চিন্তে খেলেছে। মেসির পা কেউ স্পর্শ করেনি। মারাদোনাকে লাথি মেরে মেরে শেষ করে দিয়েছিল। লাথি খেয়ে মারাদোনা পড়ে গিয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। মেসিকে স্পর্শ করলেই ও মাটিতে পড়েই থেকেছে।''
মেসির প্রতি তাঁর অশ্রদ্ধা ঝরে পড়ছে প্রতিটি কথায়। এর আগে তিনি মেসির মেজর লিগ সকারে খেলা নিয়ে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে তো কৃষকরা খেলে। এবার কাতার বিশ্বকাপ জয়ের পিছনে মেসির অবদানকে অস্বীকার করলেন অরল্যান্ডো।
