আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই বিশ্বকাপ। মেয়েদের টি-২০ বিশ্বকাপের নবম সংস্করণ। ১৭ দিনের টুর্নামেন্টে ১০ দলের হাড্ডাহাড্ডি লড়াই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং স্কটল্যান্ড। ৪ অক্টোবর ভারতের অভিযান শুরু। দুবাইয়ে প্রথম ম্যাচে হরমনপ্রীতদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের মেয়েরা। প্রথমে মেয়েদের এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু ওপার বাংলার রাজনৈতিক অস্থিরতার জেরে বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। বিশ্বকাপে এবার কারা নজর কাড়বে? এক নজরে দেখা নেওয়া যাক যে ছ'জনকে ঘিরে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে তাঁদের দল।

বেথ মুনি - অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার এই মুহূর্তে টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে সবার ওপরে। শুরুটা ভাল করার জন্য তাঁর ওপর নির্ভরশীল ছ'বারের চ্যাম্পিয়নরা। শেষ তিনবার টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ২০২০ বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য সিরিজ হন। ফাইনালে ভারতের বিরুদ্ধে ৭৮ রান করেন। দুবাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ৩০ বলে ৫০ রান করেন। অর্থাৎ ফর্মে আছেন। টি-২০ ক্রিকেটে তৃতীয় শতরানের লক্ষ্য নিয়ে নামবেন ৩০ বছরের অজি। 

সোফি একলেস্টোন - আট বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় চেশায়ারের ২৫ বছরের স্পিনারের। আইসিসি টি-২০ তে বোলারদের ব়্যাঙ্কিংয়ে একনম্বরে ইংল্যান্ডের স্পিনার। জুনে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে একদিনের ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েন। প্রায় ছয় ফুট উচ্চতা। হিদার নাইটের সেরা অস্ত্র। আগ্রাসী মনোভাব। উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রান আটকে রাখার ক্ষমতা রয়েছে। 

দীপ্তি শর্মা - বোলিংয়ে ভারতের অন্যতম প্রধান অস্ত্র। দু'বছর আগে ইংল্যান্ডের চার্লি ডিনকে 'মানকাড়' আউট করার বিতর্কিত ঘটনা কেউ ভোলেননি। তবে অলরাউন্ডার হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা নেবেন। ২৭ বছরের ক্রিকেটার বাঁ হাতি ব্যাটার। ডান হাতি অফ স্পিন বোলার। আইসিসি টি-২০ তে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। বিশ্বের তৃতীয় সেরা অলরাউন্ডার। কখনও মেয়েদের বিশ্বকাপ জেতেনি ভারত। এবার জিতে মেয়েদের ক্রিকেট নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে মরিয়া। 

সুন লুস - একবছর আগে সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ফাইনালে তোলেন। ব্যাটের পাশাপাশি অফ স্পিন বোলার। বছরের শুরুতে ২৮ বছরের ক্রিকেটারের শ্রীলঙ্কা সিরিজ একেবারেই ভাল যায়নি। টি-২০ তে মাত্র ২২ এবং একদিনের ক্রিকেটে ৪৩ রান করেন। কিন্তু চেন্নাইয়ে টেস্টে ছন্দ ফিরে পান। দল হারলেও দুই ইনিংসে ৬৫ এবং ১০৯ রান করেন। এরপর মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৫৩ রান করেন। স্ট্রাইক রেট ১৩৬ ছিল। এই ইনিংসগুলো তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। 

ভিষ্মী গুণারত্নে - মাত্র ১৯ বছর বয়স শ্রীলঙ্কার ক্রিকেটারের। উঠতি ক্রিকেটারদের মধ্যে নজর কেড়েছেন। মাত্র ১৬ বছর থেকে সিনিয়র দলে খেলেন। টি-২০ তে পারফরম্যান্স আহামরি নয়। একদিনের ক্রিকেটে একটি শতরান রয়েছে। গতমাসে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে চামারি আতাপাত্তুর পর দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে শতরান করেন। অর্থাৎ, একেবারে সঠিক সময় ছন্দ ফিরে পেয়েছেন। দু'বছর আগে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ মেয়েদের টুর্নামেন্টে ১২৮ বলে ৪১৭ রান করেছিলেন। তাঁর কাছে নিজেকে মেলে ধরার আদর্শ মঞ্চ।

হেইলি ম্যাথিউ - মাত্র ১৮ বছর বয়সে প্রতিভার পরিচয় দেন। ২০১৬ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ৪৫ বলে ৬৬ রান করেন। সফলভাবে ১৪৯ রান তাড়া করে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা হন। তারপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। ৯৬ টি-২০ ম্যাচ খেলে দুটো শতরান আছে। ৯৯ টি উইকেট নিয়েছেন। বর্তমানে তাঁর বয়স ২৬। আন্ডারডগ হয়ে বাজিমাত করতে চান।