আজকাল ওয়েবডেস্ক: ১৭ আগস্ট রবিবার কলকাতা ডার্বি। ওই দিন সন্ধে সাতটায় ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। মঙ্গলবার রাতে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এখন প্রশ্ন ডার্বির টিকিট মিলবে কবে থেকে? জানা গিয়েছে, ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বুক মাই শো অ্যাপ থেকে পাওয়া যাবে টিকিট। জনপ্রতি দু’টি করে টিকিট দেওয়া হবে। অনলাইন রিডেম্পশন মহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে করা যাবে ১৪, ১৬ এবং ১৭ আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তাছাড়াও অফলাইন টিকিট বিক্রি হবে মোহনবাগান ক্লাব এবং ইস্টবেঙ্গল ক্লাবের বক্স অফিস থেকেও। যা শুরু হবে ১৬ আগস্ট, সকাল ১১টা থেকে। এক্ষেত্রেও প্রতি ব্যক্তির জন্য বরাদ্দ ২টি টিকিট।
আরও পড়ুন: এরকম মার আগে খাননি, ২০ বলের ১০টিই বাউন্ডারি, আইপিএলের পরে দ্য হান্ড্রেডেও রশিদকে বেধড়ক ঠ্যাঙানি
কোয়ার্টারের সূচি অনুযায়ী ১৬ আগস্ট প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইন্ডিয়ান নেভি ও শিলং লাজং এফসি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বোড়োল্যান্ড এফসি’র মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড।
রবিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি’র মুখোমুখি হবে কলকাতার আর এক দল ডায়মন্ড হারবার এফসি। আর যুবভারতীতে ওই দিন সন্ধে সাতটায় মোহনবাগান খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। শোনা যাচ্ছে টিকিটের দাম হতে পারে ২০০, ২৫০ ও ৩০০ টাকা।
আর দুটি সেমিফাইনাল হবে ১৯ ও ২০ আগস্ট অর্থাৎ আগামী মঙ্গলবার ও বুধবার। তার মধ্যে বুধবারের সেমিফাইনাল হবে কলকাতায়। আর ২৩ আগস্ট শনিবার হবে ফাইনাল।
প্রসঙ্গত, মোহনবাগান ও ইস্টবেঙ্গল নিজেদের গ্রুপের সব ম্যাচ জিতে শেষ আটে উঠেছে। আর সেই দুই দলই মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালে। আর গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে উঠেছে ডায়মন্ড হারবার এফসি।
আরও পড়ুন: রবিবার ডার্বি, ডুরান্ড কোয়ার্টার ফাইনালের সূচি নিয়ে চূড়ান্ত নাটক
এদিকে, মঙ্গলবার রাতে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি নিয়ে চলে চূড়ান্ত নাটক। প্রথমে জানা গিয়েছিল, রবিবার যুবভারতীতে ডায়মন্ড হারবারের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেদিনই তার আগে জামশেদপুর এফসির মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগানের। ম্যাচটা জামশেদপুরে বিকেল চারটের সময় হওয়ার কথা ছিল। কিন্তু বদলে যায় সূচি। শেষপর্যন্ত রবিবারই হচ্ছে ডার্বি। অবশ্য প্রথমে শোনা গিয়েছিল, রবিবার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হবে ইস্ট–মোহন। শেষ আটে দুই প্রধানকে খেলাতে মরিয়া ছিল ডুরান্ড কমিটি। সেই মতো ব্যবস্থাপনাও শুরু হয়েছিল। কিন্তু বেঁকে বসে দুই প্রধানই। সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হতে চায়নি ইস্ট–মোহন। তাই শেষপর্যন্ত ডুরান্ড কমিটি পরিকল্পনা বদলানোর কথা ভাবে। বিষয়টি যুক্তিসঙ্গত ছিল। কারণ দুই গ্রুপে একনম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল। তাই কোনওভাবেই শেষ আটের লড়াইয়ে দুই প্রধানের মুখোমুখি হওয়ার কথা নয়। পৃথিবীর কোনও প্রান্তে এমন হয় না। কিন্তু ডুরান্ড কাপে হতে চলেছে। যে ম্যাচ নিয়ে সদস্য, সমর্থকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।
