আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিরা যা পারেননি, সেটা কি পারবেন শুভমন গিলরা? পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর মুখে। এজবাস্টনে পরিসংখ্যান ভারতের বিরুদ্ধে। বার্মিংহ্যামে কোনওদিন জেতেনি ভারতীয় দল। এবার ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ শুভমন গিলদের। ১৯০২ সালে এজবাস্টনে প্রথম টেস্ট হয়। তারপর থেকে এখনও পর্যন্ত ৫৬ টি টেস্ট হয়েছে। শেষ দশ টেস্টে প্রথম ইনিংসের গড় রান ৩৩৪। শেষবার যখন ভারত এজবাস্টনে খেলে, ৩৭৮ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। শেষ চারটে টেস্টে, রান তাড়া করে জিতেছে দলগুলো। তাতেই বোঝা যাচ্ছে, পিচ ব্যাটিং সহায়ক। কিন্তু সার্বিক পরিসংখ্যান অন্য কথা বলছে।
প্রথমে ব্যাট করা দল মোট ২৯বার জিতেছে। অন্যদিকে প্রথমে বল করা দল ১২ বার জিতেছে। ভারত-ইংল্যান্ড এজবাস্টনে আটটি টেস্টে মুখোমুখি হয়েছে। তারমধ্যে ভারত সাতটিতে হেরেছে, একটি টেস্ট ড্র হয়েছে। ২০২২ সালেও এই খরা কাটাতে পারেনি বিরাট কোহলি, রোহিত শর্মারা। ৩৭৮ রানের টার্গেট সেট করা সত্ত্বেও সাত উইকেটে হারে। ৫৬ ম্যাচের মধ্যে ৩০টিতে জিতেছে ইংল্যান্ড। ব্যাটিং সহায়ক হলেও বোলারদের হতাশ হওয়ার কারণ নেই। শুরুর দিকে এজবাস্টনের আবহাওয়া পেসারদের সাহায্য করে। প্রথমদিকে বল সুইং করে। ২০০০ সাল থেকে ৪৯০ উইকেট নেয় ফাস্ট বোলাররা। স্পিনারদের সংগ্রহ ১৫৩ উইকেট। সুতরাং বোলারদের হতাশ হওয়ার কারণ নেই। তৃতীয় দিন থেকে স্পিনাররা উইকেট থেকে সাহায্য পায়। বিশেষ করে আবহাওয়া ভাল থাকলে উইকেটে টার্ন হয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, টেস্টের শুরুর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং, প্রথমদিকে সুবিধা পাবে পেসাররা। তবে টেস্ট পাঁচদিন গড়ালে, পরের দিকে সাহায্য পাবে স্পিনাররা। ইংল্যান্ড মাত্র একজন স্পিনার নিয়ে নামবে। সেখানে ভারত দু'জন স্পিনার খেলাবে। এটা পার্থক্য গড়ে দিতে পারে।
