আজকাল ওয়েবডেস্ক: কার্ড সমস্যায় হেক্টর নেই, চোটের জন্য রাকিপ নেই। তাহলে কি হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলায় কোনও পরিবর্তন আসবে? জামশেদপুর ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে অস্কার ব্রুজোকে এই প্রশ্ন করতেই এক মুহূর্তও ভাবলেন না ইস্টবেঙ্গল কোচ।
জানালেন, 'দলের খেলায় কোনও পরিবর্তন আসবে না। দুজন খেলোয়াড় নেই ঠিকই, কিন্তু তাঁদের বদলে যাঁরা খেলবেন তাঁদের প্রতি বিশ্বাস আছে। যেভাবে খেলে দল জয়ে ফিরেছে সেভাবেই খেলব আমরা।' মরশুমের শুরুতে যে ইস্টবেঙ্গলকে দেখা গিয়েছিল এখনকার লাল হলুদ সম্পূর্ণ অন্যরকম। এর কৃতিত্ব কোচকেই দিয়েছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
কিন্তু অস্কার ব্রুজো গোটা কৃতিত্ব দিলেন ফুটবলারদেরই। এক লাইনে তাঁর সাফ জবাব, আমি কিছুই করিনি। যা করার ফুটবলাররা করেছে। আমি যখন কোচ হিসেবে আসি তখন দলের পয়েন্ট শূন্য ছিল। এখন টিম অনেক আত্মবিশ্বাসী। তবে এদিন জামশেদপুরকে হারালেও আরও গোল পেতে পারত ইস্টবেঙ্গল। বেশ কয়েকটা সুযোগ নষ্ট করেছেন নান্ধা কুমার। দুটো শট পোস্টে লেগে ফিরে এসেছে। সে কথা স্বীকার করলেন অস্কারও।
জানালেন, নান্ধা মিস করেছে ঠিকই। কিন্তু মিস করার জন্যেও সেই জায়গায় পৌঁছানো দরকার। নান্ধা চেষ্টা ভালই করছে। গোল পেলেই ওর খেলা বদলে যাবে বলে আমার বিশ্বাস। ক্লেটনও ভাল খেলছে। দলের খেলায় নিজের ভূমিকা খুব ভাল করে পালন করছে। মরশুমের শুরুর থেকে ও এখন অনেক ভাল ফর্মে। ওর সেরাটা দেওয়া এখনও বাকি আছে। পরপর দুই ম্যাচ জেতার আনন্দের মধ্যেও ইস্টবেঙ্গলের কোচের চিন্তা রাকিপের চোট নিয়ে। অস্কার জানালেন, রবিবার তাঁর পরীক্ষা হবে। তখনই জানা যাবে তাঁর চোট কতটা গুরুতর।
