আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সিংহ শিকার করেছে পাকিস্তান। মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান ২-১-এ সিরিজ জিতেছে। সেই সিরিজে ধারাভাষ্য দিয়েছেন ওয়াসিম আক্রম। ধারাভাষ্য দেওয়ার সময়ে পাকিস্তানের কিংবদন্তি প্রাক্তন বোলার মজার একটা কাহিনি জানিয়েছেন। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি ম্যাচে সতীর্থ ধারাভাষ্যকারকে আক্রম বলছিলেন, ''আমার বিড়ালটার হেয়ারকাট করলাম গতকাল। তার জন্য এক হাজার অস্ট্রেলিয়ান ডলার আমাকে খরচ করতে হয়েছে। প্রথমে বিড়ালটাকে ঘুম পাড়াতে হয়েছিল, তার পরে বিড়ালটাকে রেখে, খাইয়ে দাইয়ে চুল কাটতে হয়। এই টাকায় পাকিস্তানে ২০০ টা বিড়ালের হেয়ারকাট হয়ে যাবে।'' 

ধারাভাষ্য আরও আকর্ষণীয় করার জন্য আক্রম বিড়ালের হেয়ারকাটের রশিদ পর্যন্ত দেখান তাঁর সতীর্থ ধারাভাষ্যকারকে। অস্ট্রেলিয়া-পাকিস্তান ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময়ে আক্রম কিন্তু বিতর্কেরও জন্ম দিয়েছেন। ধারাভাষ্য দেওয়ার সময়ে পাক ক্রিকেটার কামরান ঘুলামের পরিবারকে ডেকে এনে আক্রম বিতর্কে জড়ান। 

২২ বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে। দিনকয়েক আগেও সময়টা ভাল যাচ্ছিল না পাক দলের। বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারতে হয়েছিল। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হারলেও পরের দুটো টেস্ট ম্যাচ জিতে পাকিস্তান সিরিজ জিতেছে। তার অব্যবহিত পরেই গ্যারি কার্স্টেন কোচিং ছাড়েন। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অন্য এক পাকিস্তানকে দেখা যায়। রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান দাপট দেখিয়ে সিরিজ জিতে নেয়।