আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও জট কাটেনি। ভারত আদৌ পাকিস্তানে খেলতে যাবে কিনা সেই নিয়ে ধোঁয়াশা অব্যাহত। কিন্তু পাকিস্তানের অন্যান্য প্রাক্তন ক্রিকেটারদের মতো ওয়াসিম আক্রমও টিম ইন্ডিয়ার পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার বিষয়ে আশাবাদী। তিনি মনে করছেন, ক্রিকেটের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া উচিত। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয়ে এখনও কিছু জানায়নি। সবটাই ঠেলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সকারের কোর্টে। কিন্তু পাকিস্তানের কিংবদন্তির ধারণা, শেষপর্যন্ত পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেখা যাবে ভারতীয় দলকে। ওয়াসিম আক্রম বলেন, 'আমি যতদূর জানি, ভারত সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয়টা নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে। আমি একটা জায়গায় পড়েছি, ভারত ওদের সব ম্যাচ লাহোরে খেলবে। হয়তো ভারতীয় দল লাহোরে খেলে সেই রাতেই আবার ফিরে যাবে। ভারতীয় দলের তাতে যদি কোনও সমস্যা না থাকে, আমারও নেই। প্রতিজ্ঞা করতে পারি, ওদের ভালভাবে দেখভাল করা হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদবের ফ্যান পাকিস্তানেও আছে। তরুণ ক্রিকেটেপ্রেমীরা ওদের পছন্দ করে।' 

পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে করার বিষয়ে আশাবাদী পিসিবি। ভারতের সব ম্যাচ লাহোরে করার প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ এই শহর ভারত-পাকিস্তান বর্ডারের কাছে। ভারতীয় ফ্যানদের জন্য ১৭০০০ ভিসার আবেদন গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। ফাইনাল লাহোরে রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে, সেই ম্যাচও লাহোরেই হবে। আক্রম মনে করেন, শুধুমাত্র পাকিস্তানের জন্য নয়, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এলে বিশ্বক্রিকেটের জন্যও ভাল হবে। এই প্রসঙ্গে আক্রম বলেন, 'সোশ্যাল মিডিয়ার যুগে, সারা বিশ্বে অনেক নেতিবাচক ধারণা ছড়িয়ে গিয়েছে। যা সম্পূর্ণ অহেতুক। যদি শেষপর্যন্ত ভারত এখানে খেলতে আসে, বিশ্ব ক্রিকেটের জন্য ভাল হবে। অবশ্যই পাকিস্তানের জন্যও ভাল হবে।' ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গিহানার পর পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় ক্রিকেট দল। গতবছর এশিয়া কাপ খেলতেও যাননি রোহিতরা। ভারতের ম্যাচ শ্রীলঙ্কায় রাখা হয়। তবে গতবছর একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান দল। শেষপর্যন্ত ভারত সরকার দল পাঠাতে রাজি না হলে, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।