আজকাল ওয়েবডেস্ক: ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ার পরে পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে চারিদিকে। প্রায় তিন দশক পরে আইসিসি  টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। এই অবস্থায় গ্রুপের প্রথম দুটো ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেয় বাবর আজমরা।‌ গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রচণ্ড চটে গিয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দেন ওয়াসিম আক্রম। দাবি করেন, পাকিস্তানের প্লেয়ারদের শেখার বা উন্নতি করার কোনও তাগিদ নেই। ওয়াসিম আক্রম বলেন, 'শেষ কয়েকবছর আমরা এই প্লেয়ারদের সমর্থন করছি। কিন্তু ওরা শিখছেও না, উন্নতিও করছে না। এবার খোল-নলচে বদলে ফেলার সময় হয়ে গিয়েছে। আমাদের ঘরোয়া ক্রিকেটের সিস্টেম বদলাতে হবে। যাতে আমরা কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে পারি।' 

ঘরোয়া ক্রিকেটের খারাপ অবস্থা এবং নিম্নমানের পিচ পাকিস্তানের আন্তর্জাতিক ব্যর্থতার জন্য দায়ী। মনে করেন আক্রম। একই ধারণা পোষণ করেন রশিদ লতিফ। ঘরোয়া ক্রিকেটকেই দায়ী করলেন প্রাক্তন উইকেটকিপার ব্যাটার। রশিদ লতিফ বলেন, 'পাকিস্তানের ক্রিকেটের হাল দেখে আমি দুঃখিত। আমাদের মেরিটকে প্রাধান্য দিতে হবে। ক্রিকেটের প্রশাসনে পেশাদারদের আনতে হবে। শুধু রাজনীতিবিদ রাখলে চলবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড, নির্বাচক কমিটি, অধিনায়কের ঘনঘন বদলে একটা নির্দিষ্ট সেট আপ এবং দল তৈরি করা যায়নি।' ২০২৩ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। গতবছর টি-২০ বিশ্বকাপেও একই ঘটনার পুনরাবৃত্তি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই জিনিস।