আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীরের জমানায় আরও একবার লজ্জার মুখে ভারতীয় দল। নিউজিল্যান্ডের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছেও চুনকাম। ০-২ তে সিরিজ হার ভারতের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় হার। এর আগে এত বড় ব্যবধানে হারার নজর নেই ভারতের। ঘরের মাঠে আরও একবার লজ্জার মুখে পড়ল ভারত। চতুর্থ ইনিংসে ৫৪৯ রান তাড়া করতে নেমে ১৪০ রানে শেষ টিম ইন্ডিয়ার ইনিংস। ৪০৮ রানে হার ভারতের।
ক্রিকেটভক্তদের রোষের মুখে ভারতের হেডস্যর গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় তাঁর দিকে উড়ে আসছে কটাক্ষের ঝড়। অবশ্য এই কটাক্ষ নতুন কিছু নয়। বহু আগে থেকেই গম্ভীর আক্রমণের লক্ষ্য হচ্ছেন। ভারতের হারের আগেরদিন মুখ খোলেন বিরাট কোহলির ভাই বিকাশ। নাম না নিয়ে তিনি আক্রমণ করেছেন গৌতম গম্ভীরকে। পরে অবশ্য সেই পোস্ট তিনি ডিলিট করে ফেলেন।
বিকাশ লিখেছেন, ''একটা সময় ছিল যখন আমরা বাইরের মাঠে জেতার জন্য খেলতাম। এখন আমরা ঘরের মাঠে ম্যাচ বাঁচানোর জন্য খেলছি। যখন বসিং করা হয় আর অপ্রয়োজনীয় ভাবে সবকিছুর পরিবর্তন করা হয়, তখন এমনটাই হয়। ''
বিকাশ অবশ্য গম্ভীর বা বিসিসিআই-এর নাম নেননি তাঁর পোস্টে। তিনি কী বলতে চাইছেন, তা তাঁর পোস্টেই পরিষ্কার।
একসময় টেস্টে ঘরের মাঠে যে ভারতের বিরুদ্ধে খেলতে ভয় পেত বিদেশি দলগুলো, তাঁরাই এখন ইঁদুর। বলে বলে হারাচ্ছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। আইপিএলের যুগে কি টেকনিক হারাচ্ছে ভারতীয় ব্যাটাররা? না লাল বলের ক্রিকেট খেলার মানসিকতাই আর নেই? ঘরের মাঠে পরপর দুই সিরিজে হার এমন প্রশ্ন তুলবে।
আট উইকেট হাতে নিয়ে এই ভারত যে শেষদিন টেস্ট ম্যাচ বাঁচিয়ে দেবে সেটা খুব কম ক্রিকেট ভক্ত ভেবেছিল। কিন্তু যেহেতু ক্রিকেট, একটা অলৌকিক কাণ্ডের আশা ছিল। ২০২১ সালে সিডনিতে সারাদিন ব্যাট করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বাঁচিয়েছিল ভারত। কিন্তু গম্ভীরের ভারতের সেই সাধ্য নেই। গোটা দিন ব্যাট করা দূর অস্ত, মধ্যাহ্নভোজ পর্যন্ত টিকে থাকতে পারল না ভারতীয় ব্যাটাররা। মাত্র সাড়ে তিন ঘণ্টায় শেষ ইনিংস।
