আজকাল ওয়েবডেস্ক: তিনি বিরাট কোহলি। যেখানেই যান দর্শকদের উন্মাদনা থাকে তুঙ্গে। ঠিক তেমনই এক মজার কাণ্ড ঘটেছিল ভদোদরায় কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচের আগে।
এক খুদে ভক্ত। দেখতে একেবারে বিরাট কোহলির মতো। নিজের ‘ছোটবেলা’কে চোখের সামনে দেখতে পেয়ে হাসি যেন থামছিলই না বিরাটের। এমনকী পরে রোহিত শর্মাকে বলেন, ‘দেখো আমার ডুপ্লিকেট দাঁড়িয়ে আছে।’ সেই খুদে ভক্ত গর্বিত উত্তম জানাল, কোহলির সঙ্গে কী কথা হয়েছিল।
প্রসঙ্গত, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে ভাইরাল হয়ে যায় কোহলির একটি ছবি। মুখে চওড়া হাসি, সামনে কয়েকজন খুদে ভক্ত। তার মধ্যে একজনের মুখের আদল ঠিক বিরাটের মতো। যেন তাঁর যমজ। বিরাটের সঙ্গে সেই খুদে ভক্তর মিষ্টি মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, ওই খুদে ভক্তর নাম গর্বিত উত্তম। যদিও এখন তাঁকে নেটদুনিয়া চেনে ‘ছোটা চিকু’ নামে। এই নামটা খোদ কোহলিই তাঁকে দিয়েছেন। কারণ কোহলির ডাক নামও ‘চিকু’। গর্বিত বলেছে, ‘বিরাটের স্টাইল আমার ভাল লাগে। আমি একবার ওঁর নাম ধরে ডাকি। উনি ঘুরে আমাকে দেখতে পেয়ে এগিয়ে আসেন। তখন বলেন, পরে এসে কথা বলবেন। তারপর রোহিত শর্মাকে বলেন, ‘ওই দেখো, আমার ডুপ্লিকেট’ দাঁড়িয়ে আছে।’ উনি আমাকে ছোটা চিকু বলে ডাকেন। আমি লোকেশ রাহুল, অর্শদীপ সিং ও রোহিত শর্মার সঙ্গেও দেখা করেছি।’
আরও জানা গেছে, ৮ বছর বয়সি গর্বিতের আদি বাড়ি হরিয়ানার পঞ্চকুলায়। তবে বাবার চাকরি সূত্রে হিমাচল প্রদেশে থাকে। ক্রিকেটের প্রতি প্রচণ্ড টান। কোহলি তাঁকে আরও বলেন, ‘আজ থেকে তুমি আমার বন্ধু।’ অন্যদিকে গর্বিতের বাবা সুরেন্দ্র সিং জানিয়েছেন, ‘আমরা কখনও ভাবিনি আমাদের ছেলে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। আশা করি, একদিন ও বিরাটের মতো বিখ্যাত হবে। আমার ছেলে তো কোহলির মতো ব্যাট করার চেষ্টা করে।’
এদিকে, ভদোদরায় কিউয়িদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে পায়ে চোট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। সিরিজের বাকি দুই ম্যাচ তিনি খেলতে পারবেন না। পরিবর্তে তরুণ ব্যাটার আয়ূষ বাদোনিকে দলে নেওয়া হয়েছে। আর এতেই রেগে লাল নেটিজেনরা। কেন অক্ষর প্যাটেলকে সুযোগ দেওয়া হল না এই নিয়ে উঠেছে প্রশ্ন।
তাঁদের প্রশ্ন, ঘরোয়া ক্রিকেটে হতশ্রী পারফরম্যান্সের পরেও কোন যুক্তিতে জাতীয় দলে ডাক পান বাদোনি? তাঁদের দাবি গম্ভীরের ‘স্নেহধন্য’ বলেই বাদোনি সুযোগ পেলেন।
