আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশতার পরিবর্তে স্কটল্যান্ড বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছেআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার শর্মা বলেন, ''বাংলাদেশকে বলা হয়েছিল ভারতে নিরাপত্তাজনিত কোনও সমস্যা নেই। সবাই জানে ভারতে নিরাপত্তার কোনও সমস্যা হবে না। বাংলাদেশ সেটাকেই কারণ হিসেবে দেখাচ্ছিল। তার পরেই আইসিসি একপ্রকার সতর্ক করে দেয় বাংলাদেশকে। আইসিসি ওদের সময় দিয়েছিল। কিন্তু ওরা রাজি না হওয়ায় আইসিসি সিদ্ধান্ত নেয়। আমার মতে সঠিক সিদ্ধান্তই নিয়েছে আইসিসিপ্যারেন্ট বডির কথা শোনেনি বাংলাদেশ। আমি বলব সঠিক সিদ্ধান্ত আইসিসির''

এদিকে বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় পাকিস্তানও একপ্রকার হুমকি দিয়ে রেখেছে আইসিসি-কে। পিসিবি প্রধান মহসিন নকভি বলেছেন, ''আমরা প্রধানমন্ত্রীর ফেরার জন্য অপেক্ষা করছি।'' পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সুইজারল্যান্ডে। পাকিস্তানে তিনি ফেরার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন নকভি। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে

এর প্রেক্ষিতে নকভিকে একহাত নেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন। তিনি বলেছেন, ''এটা আমার মনে হয় কেবল বাহাদুরি কেনার চেষ্টা। আইসিসির চোখে ফাঁকি দিয়ে পুরো ক্রিকেটবিশ্বকে ব্ল্যাকমেল করা একটা বোকামি বাহাদুরি ছাড়া আর কিছু নয়। আমার মনে হয় পিসিবি এখন যা করছে, তা কেবল ক্রিকেট এবং ক্রিকেটারদেরই ক্ষতি করছে।''

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দল। মেগা টুর্নামেন্ট শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। চলবে ৮ মার্চ পর্যন্ত।