আজকাল ওয়েবডেস্ক: প্রায় সাড়ে দশ বছর পরে বিজয় হাজারে ট্রফি খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে রান তাড়া করতে নেমে কোহলি ম্যাচ জেতানো ১৩১ রান করেন। কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়ে দেন, ২০২৭ বিশ্বকাপের জন্য তৈরি কোহলি। ভারতের ওয়ানডে লাইন আপে কোহলিই সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। 

রাজকুমার শর্মা সংবাদ সংস্থাকে বলেন, ''দুর্দান্ত ফর্মে রয়েছে কোহলি। দারুণ ব্যাট করে দিল্লির জয় নিশ্চিত করে। দীর্ঘ সময় পরে ঘরোয়া ক্রিকেটে নেমে দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরে। ভারতীয় দলের সবথেকে ধারাবাহিক ক্রিকেটার বিরাট। বিশ্বকাপের জন্য পুরোদস্তুর তৈরি।'' 

টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছে কোহলি। আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বিজয় হাজারে খেলবে। ১১ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

ছন্দেই আছেন। বুঝিয়ে দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিজয় হাজারেতে দু’‌জনেই করলেন শতরান। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বিরাট করলেন ১৩১।

মাত্র ৮৯ বলে শতরান পূর্ণ করেন বিরাট। শেষমেশ করেন ১৩১। বুধবার লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করলেন কিং কোহলি। শচীনের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রান করার নজির গড়লেন কোহলি। শচীন ১৬ হাজার রান করেছিলেন ৩৮৫ ইনিংসে। আর বিরাট তা পেরলেন ৩৩০ ইনিংসে। তারপর সেই ইনিংসেই অনবদ্য শতরান। কোহলি অবশ্য ব্যক্তিগত ৩২ রানের মাথায় ক্যাচ দিয়ে বেঁচে যান। তবু বুঝিয়ে দিয়েছেন সেরা ফর্মেই রয়েছেন। অর্ধশতরান করেন ৩৯ বলে। প্রসঙ্গত, ১২ বছর পর এই প্রতিযোগিতায় খেলছেন কোহলি। ৮৩ বলে শতরান করেন কিং কোহলি। শেষ পর্যন্ত ১০১ বলে ১৩১ রান করে আউট হন কোহলি। ইনিংসে রয়েছে ১৪টি চার ও তিনটি ছয়।