আজকাল ওয়েবডেস্ক: ভারত-নিউ জিল্যান্ড সিরিজ শুরুর আগে বিরাট কোহলিকে কটাক্ষ করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর।
বলেছিলেন, সব থেকে সহজ ফরম্যাটে খেলছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অব্যবহিত পরেই বিরাট কোহলি কনিষ্ঠ ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছিলেন।
ইংল্যান্ড সফরের ঠিক আগে টেস্ট ফরম্যাট থেকে সরে গিয়েছিলেন বিরাট।
এখন তিনি কেবল ওয়ানডে ফরম্যাটে খেলেন। আর ওয়ানডে-তে কোহলি দারুণ ছন্দে রয়েছেন। কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে বিরাট কোহলি ৯৩ রান করেন। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য কোহলির ব্যাট চলেনি।
সেই কোহলি প্রসঙ্গে বিরাট মন্তব্য করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। বলেছিলেন সহজ ফরম্যাটে খেলছে বিরাট কোহলি। মঞ্জরেকরের এহেন মন্তব্যের পরে তাঁকে পালটা দিয়েছেন বিরাট কোহলির দাদা বিকাশ।
ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওয় মঞ্জরেকর বলেছেন, ''অসংখ্য মানুষ আমাকে জিজ্ঞাসা করছে কেন আমি বলেছি, টপ অর্ডার ব্যাটারদের কাছে ওয়ানডে সহজ ফরম্যাট। ভারতীয় ক্রিকেটের অতীত যদি দেখা হয়, তাহলে বলব কারা ভারতের হয়ে ৫০ ওভারের ফরম্যাটে ওপেন করেছেন দেখুন। এরা টেস্ট ক্রিকেটে মিডল অর্ডার ব্যাট। টেস্ট ফরম্যাটে ওপেন করতে বা টপ থ্রি-তে ব্যাট করতে ওরা খুব একটা আগ্রহী ছিল না। চার, পাঁচ ও ছ' নম্বরে ব্যাট করতে বেশি পছন্দ করত।''
মঞ্জরেকরের সংযোজন, ''ওয়ানডে ক্রিকেটের কথা ভাবুন। তাঁরাই টপ থ্রি বা ওপেন করতে বেশি পছন্দ করতেন। এর মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। এই কারণেই আমি বলেছিলাম, টপ অর্ডারদের জন্য বিষয়টা সহজ। ৫০ ওভারের ফরম্যাটে ওপেন করতে নামলে বা টপ থ্রিতে ব্যাট করতে নামলে প্রথম সুবিধা যেটা হয়, তা হল চারটে স্লিপ থাকে না, গালি থাকে না। বোলার যখন ব্যাটারের দিকে দৌড়ে আসে, তখন ওকে কেবল আউট করার জন্য ধেয়ে আসে তা নয়, এক ওভারে যেন ১০-১৫ রান না হয়, সেটাই থাকে বোলারের উদ্দেশ্য।''
মঞ্জরেকরের এহেন মন্তব্যের পরে কোহলির ভাই বিকাশ গর্জে উঠেছেন। কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে কোহলি রান পাওয়ার পরে বিকাশ বলেন, ''খুবই সহজ ফরম্যাট তাই না...দিনকয়েক আগে কেউ একজন জ্ঞান দিয়ে গেল...কাজ করে দেখানোর থেকে বলা সহজ।''
দ্বিতীয় ওয়ানডেতে কোহলি ব্যর্থ হন। ক্রিশ্চিয়ান ক্লার্কের আপাত নিরীহ ডেলিভারি কোহলির ব্যাটে লেগে উইকেট ভেঙে দেয়।
