আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড টেস্টে হারের পরে বিরাট-রোহিতদের জন্যসুনীল গাভাসকরের পারমর্শ ছিল, যে দুটো দিন অতিরিক্ত পাওয়া গিয়েছে, তার সদ্ব্যবহার করো। অনুশীলন করো।
আড়াই দিনে টেস্ট শেষ করে অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। সিরিজের ফলাফল এখন ১-১।
নিউজিল্যান্ড সিরিজে বিরাট কোহলির ব্যাট কথা বলেনি। পারথে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে কোহলির। অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে বিরাট ব্যর্থ। দুই ইনিংসে মোট ১৮ রান করেন। প্রথম ইনিংসে ৭ রান করার পরে দ্বিতীয় ইনিংসে ১১ রান করেন ভারতের তারকা ব্যাটার।
অ্যাডিলেড টেস্টের পরই কোহলি সময় নষ্ট না করে নেট করতে শুরু করে দেন। তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিলেন কোহলি।
বিরাটকে নেট করতে দেখে সুনীল গাভাসকর বলেন, ''আজ নেটে গিয়ে কোহলি ক্রিকেটের প্রতি নিজের নিষ্ঠা, একাগ্রতা দেখাল। সবার কাছ থেকে এটাই আমি দেখতে চাই। কোহলি রান পায়নি ঠিকই। ভারতের হয়ে কোহলি যা অর্জন করেছে এবং দেশের হয়ে যেভাবে খেলছে, তার জন্য ও গর্বিত। রান না পাওয়ায় নেটে গিয়ে অনুশীলন শুরু করেছে কোহলি।''
গাভাসকর আরও বলেন, ''পরিশ্রম করছে কোহলি। ঘাম ঝরাচ্ছে। এটাই সবাই দেখতে চায়। এরপরেও আউট হবে বিরাট। এটাই স্পোর্টস। একদিন তুমি রান পাবে, আবার ব্যর্থও হবে। কিন্তু সফল হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। পরিশ্রম করে যেতে হবে নিরন্তর। কোহলি পরিশ্রম করছে, পরের ম্যাচগুলোয় রান পেলে আমি অন্তত অবাক হব না।''
