আজকাল ওয়েবডেস্ক: ভারত–দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর বিশাখাপত্তনমের সিমাচলম মন্দিরে পুজো দিলেন টিম ইন্ডিয়ার সিনিয়র ব্যাটার বিরাট কোহলি।

তিন ম্যাচের এই সিরিজে দুই সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি করে নিজের পুরনো ছন্দ খুঁজে পান তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধে এমন দাপুটে ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ নির্বাচিত হয়েছেন কোহলি।

২০২৫ সাল তিনি শেষ করলেন ভারতের সেরা ওডিআই ব্যাটার হিসেবে। পরিসংখ্যান বলছে, তিনি মোট ৬৫১ রান করেছেন, গড় ৬৫।

সিরিজের শেষ ম্যাচের পরের দিন একাই সিমাচলম মন্দিরে গিয়ে ভরাহ লক্ষ্মী নৃসিংহের আরাধনা করেন তিনি। অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফেরার পর কোহলি ফর্ম খুঁজে পাচ্ছিলেন না।

তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই থেকেই ছন্দে দেখা যায় তাঁকে। প্রোটিয়া পেসারদের একঘেয়ে লাইন-অ্যান্ড-লেংথকে শাস্তি দিয়ে তিন ম্যাচে ৩০২ রান করেন তিনি, স্ট্রাইক রেট ১১৭.০৫।

উল্লেখ্য, বিশাখাপত্তনমে ওডিআই সিরিজে তৃতীয় ম্যাচের আগেই দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও একই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন।

সিরিজের শেষ ম্যাচে গম্ভীরের কৌশলগত পরিকল্পনা দারুণ কাজে আসে, যার ফলে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ৯ উইকেটে একপেশে জয় তুলে নেয়।

সিরিজের তৃতীয় ওডিআই ছিল সবচেয়ে একতরফা। রাঁচি ও রায়পুরে টানটান লড়াইয়ের পর বিশাখাপত্তনমে ভারত পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখায়।

কুইন্টন ডি ককের শতরানের পরেও প্রসিদ্ধ কৃষ্ণ ও কুলদীপ যাদবের দুর্ধর্ষ স্পেলে দক্ষিণ আফ্রিকাকে ২৭০ রানে থামিয়ে দেয় ভারত।

দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাবে লক্ষ্যটা ভারতের জন্য খুব বড় হয়ে ওঠেনি। ৪০ ওভারেই জয়ের দেখা পায় দল। যশস্বী জয়সওয়াল করেন লড়াকু শতরান।

ওডিআইয়ে ধারাবাহিক ব্যর্থতার পর এবার জমে উঠল প্রতিশ্রুতির প্রদর্শন। রোহিত শর্মা ও বিরাট কোহলির ঝোড়ো হাফ-সেঞ্চুরি ম্যাচটিকে আরও সহজ করে ভারতের ঝুলিতে তুলে দেয় ৯ উইকেটের বিশাল জয়।