আজকাল ওয়েবডেস্ক: সেলিব্রিটিদের 'নকল' থাকা নতুন বিষয় নয়। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, সবারই 'লুকআলাইক' আছে। কিন্তু কেমন হয় যখন তাঁদেরই আসল তারকা ভেবে মাতামাতি শুরু করে দেয় ফ্যানরা? এরকমই একটি ঘটনা ঘটল সম্প্রতি। তবে শুধু ফ্যানরা নয়, সংশ্লিষ্ট সেলিব্রিটির নিজের কর্মচারীরাও ক্ষণিকের জন্য ভুল ভাবে। বিরাট কোহলির নকল কার্তিক শর্মাকে ভুলবশত আসল কোহলি ভেবে বসে তাঁরই রেস্তোরাঁ ওয়ান এইট কমিউনের কর্মচারীরা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু ঠিক কী ঘটেছিল?
একদিন সন্ধেয় রেস্তোরাঁর সামনে গাড়ি থেকে নামতে দেখে যায় নকল কোহলিকে, অর্থাৎ কার্তিক শর্মাকে। তাঁর আশেপাশে একাধিক লোকজন ঘিরে ছিল। যেমন ঠিক তারকাদের হয়ে থাকে। তাঁকে কোনও প্রশ্ন করা হয়নি। বিনা রিজার্ভেশনে রেস্তোরাঁয় প্রবেশ করার অনুমতি দিয়ে দেওয়া হয়। দলবল নিয়ে পছন্দের জায়গায় বসেন নকল কোহলি। সঙ্গে সঙ্গে বিরাটের ফেভারিট খাবারের বিশেষ মেনু তাঁকে পেশ করা হয়। সেই মেনু থেকে তাঁরা অর্ডারও দেয়। রেস্তোরাঁয় উপস্থিত বাকি অতিথিরাও তাঁকে আসল কোহলি বলেই ভুল করেন। খাওয়াদাওয়া ছেড়ে সবাই তাঁদের টেবিলের সামনে জমা হন। ছবি তুলতে শুরু করেন।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেন কন্টেন্ট ক্রিয়েটর সার্থক সচদেব। ক্যাপশনে লেখেন, 'বিরাজ টোহলি।' নকল কোহলিকে তিনিই রেস্তোরাঁয় নিয়ে যান। তাঁর সঙ্গে খাওয়াদাওয়াও করেন। তারপর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে বিভিন্ন প্রতিক্রিয়া দেয় বিরাট ভক্তরা। কোহলির সঙ্গে মিল থাকায় ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার রয়েছে কার্তিক শর্মার। পেশায় তিনি সফটওয়ার ডেভেলপার। তাঁর ফলোয়ারের সংখ্যা সাত লক্ষের বেশি। নিজের একটি ইউ টিউব চ্যানেলও আছে। সেখানে কোহলিকে নকল করে মাঝেমধ্যেই বিভিন্ন পোস্ট শেয়ার করেন নকল বিরাট।
একদিন সন্ধেয় রেস্তোরাঁর সামনে গাড়ি থেকে নামতে দেখে যায় নকল কোহলিকে, অর্থাৎ কার্তিক শর্মাকে। তাঁর আশেপাশে একাধিক লোকজন ঘিরে ছিল। যেমন ঠিক তারকাদের হয়ে থাকে। তাঁকে কোনও প্রশ্ন করা হয়নি। বিনা রিজার্ভেশনে রেস্তোরাঁয় প্রবেশ করার অনুমতি দিয়ে দেওয়া হয়। দলবল নিয়ে পছন্দের জায়গায় বসেন নকল কোহলি। সঙ্গে সঙ্গে বিরাটের ফেভারিট খাবারের বিশেষ মেনু তাঁকে পেশ করা হয়। সেই মেনু থেকে তাঁরা অর্ডারও দেয়। রেস্তোরাঁয় উপস্থিত বাকি অতিথিরাও তাঁকে আসল কোহলি বলেই ভুল করেন। খাওয়াদাওয়া ছেড়ে সবাই তাঁদের টেবিলের সামনে জমা হন। ছবি তুলতে শুরু করেন।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেন কন্টেন্ট ক্রিয়েটর সার্থক সচদেব। ক্যাপশনে লেখেন, 'বিরাজ টোহলি।' নকল কোহলিকে তিনিই রেস্তোরাঁয় নিয়ে যান। তাঁর সঙ্গে খাওয়াদাওয়াও করেন। তারপর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে বিভিন্ন প্রতিক্রিয়া দেয় বিরাট ভক্তরা। কোহলির সঙ্গে মিল থাকায় ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার রয়েছে কার্তিক শর্মার। পেশায় তিনি সফটওয়ার ডেভেলপার। তাঁর ফলোয়ারের সংখ্যা সাত লক্ষের বেশি। নিজের একটি ইউ টিউব চ্যানেলও আছে। সেখানে কোহলিকে নকল করে মাঝেমধ্যেই বিভিন্ন পোস্ট শেয়ার করেন নকল বিরাট।
