আজকাল ওয়েবডেস্ক:‌ ছন্দেই আছেন। বুঝিয়ে দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিজয় হাজারেতে দু’‌জনেই করলেন শতরান। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বিরাট করলেন ১৩১। আর অপেক্ষাকৃত দুর্বল সিকিমের বিরুদ্ধে রোহিত করলেন ১৫৫।


মাত্র ৮৯ বলে শতরান পূর্ণ করেন বিরাট। শেষমেশ করেন ১৩১। বুধবার লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করলেন কিং কোহলি। শচীনের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রান করার নজির গড়লেন কোহলি। শচীন ১৬ হাজার রান করেছিলেন ৩৮৫ ইনিংসে। আর বিরাট তা পেরলেন ৩৩০ ইনিংসে। তারপর সেই ইনিংসেই অনবদ্য শতরান। কোহলি অবশ্য ব্যক্তিগত ৩২ রানের মাথায় ক্যাচ দিয়ে বেঁচে যান। তবু বুঝিয়ে দিয়েছেন সেরা ফর্মেই রয়েছেন। অর্ধশতরান করেন ৩৯ বলে। প্রসঙ্গত, ১২ বছর পর এই প্রতিযোগিতায় খেলছেন কোহলি। ৮৩ বলে শতরান করেন কিং কোহলি। শেষ পর্যন্ত ১০১ বলে ১৩১ রান করে আউট হন কোহলি। ইনিংসে রয়েছে ১৪টি চার ও তিনটি ছয়। 


সহজেই অন্ধ্রকে হারিয়েছে দিল্লি। জিতেছে রোহিতের মুম্বইও। এই টুর্নামেন্টে সাত বছর পর নামলেন রোহিত। সিকিমের বোলারদের নিয়ে ছেলেখেলা করে রোহিত মাত্র ৯৪ বলে খেললেন ১৫৫ রানের ইনিংস। সেঞ্চুরিতে তিনি পৌঁছন ৬২ বলে। ৯টি ছক্কা, ১৮টি বাউন্ডারি মারেন তিনি। মুম্বই অনায়াসে ম্যাচ জিতে যায় ৮ উইকেটে। 
লিস্ট এ ক্রিকেটে ৩৭ তম শতরান করলেন রোহিত। তার আগে ২৭ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। বুধবারের শতরান ৫০ ওভারের ক্রিকেটে রোহিতের দ্রুততম। এর আগে ২০২৩ সালে দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন। নিজের রেকর্ড উন্নত করলেন সিকিমের বিরুদ্ধে।


জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে রোহিতের ব্যাটিং দেখতে বুধবার প্রায় ১২ হাজার ক্রিকেটপ্রেমী এসেছিলেন। রোহিত ব্যাট করতে নামার সময় তাঁরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। তাঁদের উৎসাহের মাঝেই শতরান উপহার দিলেন রোহিত।

এদিকে, বিজয় হাজারে ট্রফিতে বুধবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহার ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান তুলল। ঘরোয়া এবং আন্তর্জাতিক একদিনের ক্রিকেট মিলিয়ে (লিস্ট এ ক্রিকেট) এটিই সর্বাধিক রানের ইনিংসের বিশ্বরেকর্ড। এর আগে একবারই লিস্ট এ ক্রিকেটে ৫০০ রান হয়েছিল। ২০২২ সালে এই অরুণাচল প্রদেশের বিরুদ্ধেই ২ উইকেটে ৫০৬ রান করেছিল তামিলনাড়ু। এতদিন সেটিই ছিল বিশ্বরেকর্ড। সেই নজির ছাপিয়ে গেল বিহার।