আজকাল ওয়েবডেস্ক:‌ টেস্টে এক নম্বর বোলারের নাম জসপ্রীত বুমরা। এবার কিন্তু ভারতীয় স্পিডস্টারের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলতে শুরু করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাডিলেডে দুই ইনিংসে ৬ উইকেট পাওয়ার সুবাদে আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন তিনি। বুমরার থেকে মাত্র কয়েক পয়েন্ট পিছিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে, টি–টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন ভারতের তিলক বর্মা। 


অ্যাশেজের প্রথম দু’টি টেস্টে চোটের জন্য খেলতে পারেননি কামিন্স। কিন্তু অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ফিরেই ভাল খেলেছেন কামিন্স। ম্যাচে ১১৭ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ৮২ রানে জিততে সাহায্য করেছেন। এক লাফে চার ধাপ উঠে দুইয়ে রয়েছেন কামিন্স। সরিয়ে দিয়েছেন সতীর্থ মিচেল স্টার্ককে। বুমরার (৮৭৯) থেকে ৩০ পয়েন্ট পিছনে রয়েছেন কামিন্স। তাঁর পয়েন্ট এখন ৮৪৯। যদিও অ্যাশেজের বাকি দুই টেস্টে আবার খেলতে পারবেন না কামিন্স। ফলে র‌্যাঙ্কিংয়ে আপাতত আর উপরে ওঠার সম্ভাবনা নেই কামিন্সের। ফলে এক্ষেত্রে বুমরা কিছুটা স্বস্তি পেতে পারেন। 


টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ট্রাভিস হেড চার ধাপ উঠে সতীর্থ স্টিভ স্মিথের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। অ্যাডিলেড টেস্টে দুরন্ত শতরান করেছিলেন হেড। এই মাঠে টানা চারটি টেস্টে শতরান করেছেন হেড। অন্যদিকে অ্যালেক্স ক্যারে অ্যাডিলেডে শতরান করে ছ’ধাপ উঠে রয়েছেন ন’নম্বরে।


এদিকে, টি–টোয়েন্টি আন্তর্জাতিকে বোলারদের তালিকায় ১০ ধাপ উঠে বুমরা রয়েছেন ১৮ নম্বর স্থানে। মাহিশ থিকশানারও সমান পয়েন্ট। তিলক বর্মার উত্থান অবশ্য অব্যাহত। তিনি এক ধাপ উঠে তৃতীয় স্থানে এসেছেন। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে তিলক সবচেয়ে বেশি রান করেছিলেন। এশিয়া কাপ থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন এই বাঁহাতি ব্যাটার। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপেও তিনি টিম ইন্ডিয়ার অন্যতম বড় ভরসা। আর অভিষেক শর্মা রয়েছেন টি–টোয়েন্টি ব্যাটারদের তালিকার শীর্ষে। তাঁর র‌্যাঙ্কিং পয়েন্ট ৯০৮। 

এদিকে, অ্যাশেজ সিরিজের বাকি দুই টেস্টে নেই ইংরেজ পেসার জফ্রা আর্চার। তিনি চোটের জন্য ছিটকে গেলেন। আর অলি পোপ খারাপ ছন্দের জন্য মেলবোর্ন টেস্টের প্রথম একাদশে জায়গা পাননি।


মেলবোর্ন টেস্টের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ এরকম:‌ জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (‌অধিনায়ক)‌, জেমি স্মিথ, উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জশ টং।