আজকাল ওয়েবডেস্ক: ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে আইসিসি-তে অভিযোগ জানাবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি একথা জানিয়েছেন।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ফাইনালে পাকিস্তান ৮ উইকেটে ৩৪৭ রান করে। জবাবে ভারত শেষ হয়ে যায় ২৬.২ ওভারে ১৫৬ রানে থেমে যায়। ১৯১ রানে বিরাট ব্যবধানে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেতাব জিতে নেয় পাকিস্তান।
ফাইনালে পাক ক্রিকেটারদের সঙ্গে একাধিকবার উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের কোচ সরফরাজ আহমেদ ভারতীয়দের আচরণকে ক্রিকেটের স্বার্থের পরিপন্থী বলে উল্লেখ করেন।
ভারতীয় ক্রিকেটারদের অশোভনীয় আচরণের অভিযোগে আইসিসি-র দ্বারস্থ হবে পিসিবি।
দীর্ঘ ১৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে যুব এশিয়া কাপ খেতাব জয় করেছে পাকিস্তান। ভারতকে হারিয়ে টুর্নামেন্ট জয়ের পরে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন। সেই অনুষ্ঠানেই মহসিন নকভি ভারতীয় ক্রিকেটারদের আচরণের নিন্দা করেন।
নকভি বলেন, ''অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ক্রিকেটারদের উত্যক্ত করছিল ভারতীয় ক্রিকেটাররা। আনুষ্ঠানিকভাবে আইসিসি-র কাছে নালিশ করবে পাকিস্তান। রাজনীতি ও খেলাধুলোকে আলাদা রাখা উচিত।''
ফাইনালের পরে ভারতীয় ক্রিকেটারদের হেনস্থা করা হয়। পাকিস্তানের সমর্থকদের একাংশ মাঠে ভারতীয় ক্রিকেটারদের টিটকারী মারে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভারতীয় প্লেয়াররা বাসের দিকে যাওয়ার সময় তাঁদের কটাক্ষ করা হচ্ছে। বিশেষ করে বৈভব সূর্যবংশীকে টার্গেট করা হয়। ১৪ বছরের বিস্ময় বালকের দিকে কটাক্ষের যাবতীয় তীর ধেয়ে আসে। তবে তাতে কর্ণপাত করেননি বৈভব। নিজের মতো বাসের দিকে এগিয়ে যান। দর্শকদের দিকে তাকাননি পর্যন্ত। বয়সে অল্প হলেও মেজাজ হারাননি। মাথা ঠাণ্ডা রাখেন। মুখের অভিব্যক্তিতে কোনও বদল ছিল না। নিজের কিট নিয়ে সমর্থকদের মধ্যে দিয়ে হেঁটেই বাসে ওঠেন।
