আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এখন আর রেকর্ডের পিছনে ছোটেন না। বরং রেকর্ড তাঁর পিছনে ছোটে। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ভদোদরায়। সেই ম্যাচে বিরাট কোহলি নতুন এক রেকর্ড করে বসলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও ছাপিয়ে গেলেন তিনি। দেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলিয়ে ক্রিকেটারদের মধ্যে কোহলি এখন পাঁচ নম্বরে। ভদোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে কোহলির ৩০৯ নম্বর ওয়ানডে ম্যাচ। সৌরভ খেলেছিলেন ৩০৮টি ওয়ানডে। কোহলির আগে রয়েছেন শচীন তেণ্ডুলকর (৪৬৩টি, সবার উপরে তিনিই), এমএস ধোনি (৩৪৭টি), রাহুল দ্রাবিড় (৩৪০টি) ও মহম্মদ আজহারউদ্দিন (৩৩৪)। 

এদিকে ম্যাচে নামার আগেই দৃষ্টি আকর্ষণ করে নিয়েছেন বিরাট কোহলি। কোটাম্বি স্টেডিয়ামে ভারতীয় দল অনুশীলন করছিল। তুলির শেষ টান দিতে ব্যস্ত ছিলেন ভারতের ক্রিকেটাররা। নেট সেশনের শেষে কোহলি নেট বোলারদের উৎসাহ  জুগিয়ে যান। তাঁদের সই করা বল উপহার দেন। 

নেট বোলারদের উদ্দেশে কোহলি বলেন,  ''যদি তুমি মারও খাও, তাহলেও ঠিক আছে। কিন্তু ব্যাটসম্যান যে বলটা তোমার কাছ থেকে চাইছে, সেই ডেলিভারি না করে যে বলটা তুমি করতে চাইছো সেই বলটাই তুমি করেছো, এই বিশ্বাস তোমার থাকতে হবে।'' 

দুর্দান্ত ফর্ম নিয়ে নিউ জিল্য়ান্ড সিরিজে খেলতে এসেছেন কোহলি। বিজয় হাজারে ট্রফিতে ৭৭ ও ১৩১ রান করেছেন তিনি। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে কোহলি সুপারহিট। কিউয়িদের বিরুদ্ধে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে সবাই।