আজকাল ওয়েবডেস্ক: টানা ১০ টেস্টের ঠাসা ক্রীড়াসূচি ভারতের। যার শুরুটা একদমই ভাল হয়নি বিরাট কোহলির।  বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দু' ইনিংসেই ব্যর্থ হয়েছেন বিরাট। আর তার ফলে আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় দশের নীচে নেমে গিয়েছেন ভারতের তারকা ব্যাটার। কোহলি রান না পাওয়ায় প্রশ্ন উঠে গিয়েছে শচীন তেণ্ডুলকরের রেকর্ড কি ভাঙা সম্ভব কোহলির পক্ষে? উত্তরটা দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার ব্র্যাড হগ। তিনি জানিয়ে দিয়েছেন শচীনের রেকর্ড ভাঙা কোহলির পক্ষে ভাঙা সম্ভব নয়।

ইউটিউব ভিডিওয় হগ বলেছেন শচীনের ২০০ টেস্টে ১৫,৯২১ রানের রেকর্ড কেবল ভাঙতে পারেন ইংল্যান্ডের জো রুট। কোহলি অনেকটাই পিছিয়ে পড়েছেন। তাঁর পক্ষে আর শচীনকে ছোঁয়া সম্ভব নয়। উল্লেখ্য, ৩৩ বছর বয়সি রুট ১৪৬টি টেস্ট থেকে ১২,৪০২ রান করেছেন। তেণ্ডুলকরকে ছুঁতে ৩৫১৯ রান আর দরকার তাঁর।

অন্যদিকে কোহলি ১১৪টি টেস্ট থেকে ৮৮৭১ রান করেছেন। শচীন-স্টেশন থেকে অনেকটাই দূরে কোহলি। হগ বলছেন, ''বিরাটের পক্ষে ওই রান ছোঁয়া সম্ভব নয় বলেই আমার মনে হয়। আমার মনে হয় বিরাট ওর গতি হারিয়ে ফেলেছে। পরবর্তী ১০ টি টেস্ট ম্যাচে ওকে ঘুরে দাঁড়াতে হবে। নাহলে বিরাট এই দৌড় থেকে অনেকটাই পিছিয়ে যাবে।'' 

অজি স্পিনার মনে করেন জো রুটের পক্ষে খুব সহজেই শচীনের ১৫,৯২১ রানের রেকর্ড ছোঁয়া সম্ভব হবে। তিনি বলেছেন, ''জো রুট এখনও পর্যন্ত ১৪৬টি টেস্ট ম্যাচ খেলেছে। রান করেছে প্রায় ১২ হাজার (আসলে রুটের রান ১২,৪০২)। ২০০টি টেস্ট থেকে শচীনের সংগ্রহ প্রায় ১৬ হাজার রান (আসলে ১৫,৯২১ রান)। এই চার হাজার রান খুব সহজেই অতিক্রম করে যাবে রুট।'' 

২০২০ সালের পর থেকে কোহলির টেস্ট ফর্ম অনেকটাই পড়তির দিকে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত ৫২টি টেস্ট ইনিংস থেকে কোহলি সংগ্রহ করেছেন ১৬৬৯ রান। তার মধ্যে রয়েছে ২টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি।