আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তন ঘরোয়া সাদা বলের ক্রিকেটে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে।
টিভিতে টেলিকাস্ট না হলেও, এমনকী স্টেডিয়ামের গ্যালারি না থাকলেও মানুষ ভিড় জমাচ্ছেন যদি একটু ভারতীয় কিংবদন্তিদের চাক্ষুষ করা যায়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো ঝলমলে আয়োজন না হলেও, প্রতি বছর ভারতের ঘরোয়া ওয়ানডে ক্যালেন্ডারের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত হয় বিজয় হাজারে ট্রফি।
কোহলি ও রোহিতের মতো দুই তারকা ক্রিকেটারের অংশগ্রহণে টুর্নামেন্টের কাঠামো নিয়েও সমর্থকদের আগ্রহ তুঙ্গে। এই ঘরোয়া টুর্নামেন্ট খেলে কোহলি, রোহতি কীরকম উপার্জন করছেন জানেন কি?
বিসিসিআইয়ের চুক্তিভুক্ত খেলোয়াড় হওয়া সত্ত্বেও, বিজয় হাজারে ট্রফিতে কোহলি ও রোহিতের উপার্জন আইপিএলে পাওয়া কোটি টাকার সঙ্গে তুলনাই চলে না।
২০২৫–২৬ মরশুমে এই টুর্নামেন্টে খেলোয়াড়দের পারিশ্রমিক নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত একটি ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয়, যা নির্ভর করে খেলোয়াড়ের পেশাদার অভিজ্ঞতার উপর।
আইপিএলের মতো নিলাম পদ্ধতির বদলে বিজয় হাজারে ট্রফিতে বেতন নির্ধারিত হয় নির্দিষ্ট একজন ক্রিকেটার ক’টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তার ভিত্তিতে।
এখানেই কোহলি ও রোহিতের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা বেশিরভাগ তাঁদের দলের বেশিরভাগ সতীর্থের থেকে এগিয়ে। ম্যাচ পিছু পারিশ্রমিক (প্রথম শ্রেণীর ম্যাচের সংখ্যা অনুযায়ী):
সিনিয়র বিভাগ (৪০টির বেশি প্রথম শ্রেণীর ম্যাচ):
প্রথম একাদশে খেললে: ম্যাচ পিছু ৬০,০০০ টাকা
রিজার্ভে থাকলে: ম্যাচ পিছু ৩০,০০০ টাকা
মিড-লেভেল বিভাগ (২১ থেকে ৪০টি প্রথম শ্রেণীর ম্যাচ):
প্রথম একাদশে খেললে: ম্যাচ পিছু ৫০,০০০ টাকা
রিজার্ভে থাকলে: ম্যাচ পিছু ২৫,০০০ টাকা
জুনিয়র বিভাগ (০ থেকে ২০টি প্রথম শ্রেণীর ম্যাচ):
প্রথম একাদশে খেললে: ম্যাচ পিছু ৪০,০০০ টাকা
রিজার্ভে থাকলে: ম্যাচ পিছু ২০,০০০ টাকা
চলতি মরশুমে দিল্লির হয়ে খেলা কোহলি ও মুম্বইয়ের হয়ে খেলা রোহিত—দু’জনেই ৪০টির বেশি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার কারণে সিনিয়র বিভাগের অন্তর্ভুক্ত।
ফলে তাঁরা ম্যাচ পিছু ৬০,০০০ টাকা করে পাচ্ছেন, ঠিক যেমন অন্য যে কোনও অভিজ্ঞ ঘরোয়া ক্রিকেটার পান। তুলনায়, বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী এক একটি একদিনের ম্যাচ খেলে এই দুই তারকা পান প্রায় ৬ লক্ষ টাকা। তবে শুধু ম্যাচ ফি-তেই শেষ নয় উপার্জন।
বিজয় হাজারে ট্রফিতে খেলোয়াড়রা আরও কিছু খাতে অতিরিক্ত আয় করতে পারেন। এর মধ্যে রয়েছে দৈনিক ভাতা। যার মধ্যে রয়েছে যাতায়াত, খাবার ও থাকার খরচ বাবদ।
পারফরম্যান্স বোনাস অর্থাৎ ম্যাচের সেরা খেলোয়াড় হলে ১০,০০০ টাকা পুরস্কার। পুরস্কারের অর্থ অর্থাৎ নকআউট পর্ব ও ফাইনালে পৌঁছনো দলগুলির জন্য থাকে উল্লেখযোগ্য প্রাইজ মানি, যা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করা হয়।
সব মিলিয়ে, ম্যাচ পিছু ৬০,০০০ টাকা পারিশ্রমিক নির্দিষ্ট থাকলেও, পারফরম্যান্সের উপর নির্ভর করে বিজয় হাজারে ট্রফিতে কোহলি ও রোহিতের আয় কিছুটা হলেও বাড়তে পারে।
