আজকাল ওয়েবডেস্ক: বিখ্যাত ইংল্যান্ড ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম ও ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যামের পরিবারে দীর্ঘদিনের টানাপোড়েন এবার প্রকাশ্যে চলে এসেছে।

পরিবারের বড় সন্তান ব্রুকলিন বেকহ্যাম ইনস্টাগ্রামে নিজের বাবা-মা এবং ভাইবোনদের ব্লক করে দেওয়ায় এই পারিবারিক বিবাদ নতুন মাত্রা পেয়েছে।

চলতি বছরে একাধিক পারিবারিক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ব্রুকলিন এবং তাঁর স্ত্রী নিকোলা পেল্টজ। এমনকি ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানেও তাঁদের দেখা যায়নি।

যদিও একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, বেকহ্যাম পরিবারে ফাটলের শুরু ২০২২ সালে ব্রুকলিন ও নিকোলার বিয়ের সময় থেকেই।

কিন্তু সাম্প্রতিক রিপোর্টে জানা যাচ্ছে, একটি সাধারণ ইনস্টাগ্রাম ‘লাইক’-ই নতুন করে এই বিবাদের আগুনে ঘি ঢেলে দেয়। সংবাদমাধ্যম দ্য ইউএস সান-এর রিপোর্ট অনুযায়ী, ভিক্টোরিয়া বেকহ্যাম তাঁর ২৬ বছর বয়সি ছেলে ব্রুকলিনের একটি পোস্টে ‘লাইক’ করেন।

সেই ‘লাইক’-এর পরই হাজার হাজার অনুগামী ব্রুকলিনের কমেন্ট বক্সে পরিবারের সঙ্গে সম্পর্ক মেরামত করার আহ্বান জানান। ব্রুকলিন বিষয়টিকে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ হিসেবে দেখেন এবং ক্ষুব্ধ হয়ে প্রথমে তাঁর মাকে ব্লক করে দেন।

ঘটনাটি দ্রুত আরও বড় আকার নেয়। কয়েক ঘণ্টার মধ্যেই ব্রুকলিন তাঁর বাবা ডেভিড বেকহ্যাম এবং ছোট ভাইবোনদেরও ইনস্টাগ্রামে ব্লক করে দেন।

রিপোর্টে দাবি করা হয়েছে, ক্রিসমাসের ঠিক আগে এমন ঘটনায় ডেভিড ও ভিক্টোরিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অত্যন্ত কষ্ট পেয়েছেন।

রিপোর্টে আরও বলা হয়েছে, ব্রুকলিন ও নিকোলার বিয়ের আগেই পরিবারের মধ্যে টানাপোড়েন শুরু হয়। নিকোলা প্রথমে ভিক্টোরিয়া বেকহ্যামের ডিজাইন করা পোশাক পরার কথা ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ভ্যালেন্তিনোর পোশাক পরেন।

এই সিদ্ধান্তে ভিক্টোরিয়া অসন্তুষ্ট হয়েছিলেন বলে গুঞ্জন ওঠে। এই ঘটনায় দু’পক্ষের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়। এছাড়া বিয়ের অনুষ্ঠানে ভিক্টোরিয়ার একটি বক্তব্যও বিতর্কের জন্ম দেয়।

অনুষ্ঠানে উপস্থিত গায়ক ভিক্টোরিয়াকে ‘পরিবারের সবচেয়ে সুন্দরী মহিলা’ বলে উল্লেখ করেন। এতে নবদম্পতির মনে হয় তাঁরা তাঁদের বিশেষ দিনেই উপেক্ষিত হয়ে পড়েছেন।

এর আগে ডেভিড ও ভিক্টোরিয়া ব্রুকলিনকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন, এমন গুজবও ছড়িয়েছিল। তবে পরিবারের কনিষ্ঠ সন্তান ক্রুজ সেই দাবি খারিজ করে জানান, তাঁর বাবা-মাকে আসলে ব্রুকলিনই প্রথম ব্লক করেছিলেন।

সব মিলিয়ে, বেকহ্যাম পরিবারের এই পারিবারিক বিবাদ এখন আর গোপন নেই, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় তা প্রকাশ্যে চলে এসেছে।