আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির চোট নিয়ে ধোঁয়াশা কাটল। শুক্রবার গুরুত্বপূর্ণ আপডেট দিলেন ভারতের সহ অধিনায়ক। শুভমন গিল জানিয়ে দিলেন, তারকা ক্রিকেটারের চোট নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। রবিবার কটকে দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে কোহলিকে। হঠাৎ ডান হাঁটু ফুলে যাওয়ায় নাগপুরে প্রথম ম্যাচে খেলতে পারেননি বিরাট। শেষ মিনিটে দল থেকে বাদ পড়েন। তাঁর জায়গায় সুযোগ পান শ্রেয়স আইয়ার। সুযোগের সদ্ব্যবহার করেন। আগ্রাসী অর্ধশতরান তুলে নেন। ম্যাচের আগের দিন প্র্যাকটিসে স্বমহিমায় ছিলেন কোহলি। পুরোদমে অনুশীলন করেন। তাঁর খেলা নিয়ে কোনও সংশয় বা ধোঁয়াশা ছিল না। ম্যাচ শুরুর আগে টিম লিস্টে তাঁর নাম না দেখে সকলেই অবাক হয়ে যায়। তারপর জানা যায়, কোহলির হাঁটু ফুলে গিয়েছে। তবে এদিন রোহিতের ডেপুটি তারকা ক্রিকেটারের পরের ম্যাচ খেলার বিষয়ে নিশ্চিত করেন।
গিল বলেন, 'কোহলির চোট গুরুতর নয়। আগের দিন প্র্যাকটিস সেশনে ঠিক ছিল। কিন্তু সকালে উঠে দেখে হাঁটু ফুলে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে অবশ্যই খেলবে।' ভারতের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন শুভমন। একটুর জন্য শতরান হাতছাড়া করেন। ৮৭ রানে আউট হন। শতরানের কাছাকাছি এসে ফেরার একটা আফশোস অবশ্যই রয়েছে। তবে জানান, ৬০ রানের মাথায় থাকলেও একই শট খেলতেন তিনি। গিল বলেন, 'আমি নিজের শতরান নিয়ে ভাবছিলাম না। আমি ফিল্ড প্লেসমেন্টে ফোকাস করেছিলাম। আমি বোলারের ওপর আধিপত্য বিস্তার করতে চেয়েছিলাম। আমি ৬০ রানে থাকলেও এই শট খেলতাম।' সাধারণত একদিনের ক্রিকেটে ওপেন করেন গিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডাউনে নামেন। এই পজিশনে খেলতে তাঁর কোনও সমস্যা নেই, জানিয়ে দেন শুভমন। টেস্টে তিন নম্বরেই নামেন শুভমন। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা নেই ইংল্যান্ড সিরিজে রোহিতের ডেপুটির।
