আজকাল ওয়েবডেস্ক: বক্সিং ডে টেস্ট শুরু হওয়ার আগে মাঠের বাইরে থেকে ভারতীয় দলকে বিব্রত করার চেষ্টা চলছে।
বিরাট কোহলি নাকি অস্ট্রেলিয়ার মহিলা সাংবাদিককে ধমকেছেন। অজি মিডিয়া থেকে এমনই দাবি করা হয়েছে। রবীন্দ্র জাদেজা হিন্দিতে প্রশ্নের উত্তর দিলেও ইংরেজিতে প্রশ্নের জবাব দেননি। তা নিয়ে তুঙ্গে বিতর্ক।
এবার জশপ্রীত বুমরার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন করলেন অস্ট্রেলিয়ার সঞ্চালক ইয়ান মরিস। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ''ভারতের পেসার বুমরার বোলিং অ্যাকশন নিয়ে কেউ কোনও প্রশ্ন করছেন না কেন? রাজনৈতিক ভাবে নিজেদের সঠিক রাখা হচ্ছে না? আমি বলছি না যে বুমরা বল ছোড়ে, তবে ডেলিভারি করার সময়ে হাতের অবস্থান নিয়ে বিশ্লেষণ করা যেতে পারে। কয়েক বছর আগে নাইন এটা নিয়েই প্রশ্ন তুলত।''
অস্ট্রেলিয়ায় বুমরা তিনটি টেস্ট ম্যাচ থেকে ২১টি উইকেট নিয়েছেন। তিনিই ভারতীয় বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন। সেই কারণেই তাঁর ফোকাস ঘুরিয়ে দেওয়ার জন্যই কি মাঠের বাইরে থেকে বুমরাকে নিশানা করা হল?
সিরিজের ফলাফল এখন ১-১। বাকি দুটি টেস্ট ম্যাচ ভারতীয় দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। মেলবোর্ন ও সিডনি টেস্টে ভারতীয় দল অজিদের হারালেই সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে।
