আজকাল ওয়েবডেস্ক: মঞ্চ তৈরি। বৃহস্পতিবার থেকে শুরু অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ষষ্ঠবার রেকর্ড জয়ের লক্ষ্যে ভারতের জুনিয়ররা। ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করবে আয়ুশ মাত্রে অ্যান্ড কোম্পানি। স্পটলাইট থাকবে বৈভব সূর্যবংশীর ওপর। বড় মঞ্চে জ্বলে ওঠার অপেক্ষায়। গতবছর আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৮ বলে শতরান করেন। ছেলেদের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দেড়শো। মাত্র ৫৯ বলে শতরানে পৌঁছে যান। ইউথদের একদিনের ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান বৈভবের। ৯৫ বলে ১৭১ রান করেন। তাঁর দিকে সবার নজর থাকবে। ইউথ একদিনের ম্যাচে ৯৭৩ রান করেছেন। গড় ৫৪.০৫। রয়েছে তিনটি শতরান এবং চারটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৭১। স্ট্রাইক রেট ১৬৪ এর ওপরে। টুর্নামেন্টের অন্যতম বিপজ্জনক ব্যাটার।
এবার আরও একটি রেকর্ডের মুখে বিস্ময় বালক। বিশ্বের কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার নজির গড়বেন সূর্যবংশী। কানাডার নীতিশ কুমারের রেকর্ড ভাঙবেন। ২০১০ সালে ১৫ বছর ২৪৫ দিন বয়সে এই নজির গড়েন। এবার নতুন রেকর্ডের হাতছানি বিহারের তরুণের সামনে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে তেমন সাফল্য নেই ভারতের। গতবছর একতরফা ফাইনালে পাকিস্তানের কাছে ১৯১ রানে হারে। ২০২৪ সালে বাংলাদেশের কাছে ৫৯ রানে হারে ভারত। তাই এবার পরীক্ষার মুখে পড়বে টিম ইন্ডিয়ার জুনিয়ররা। তবে সম্প্রতি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স যথেষ্ট ভাল। ছয়ের মধ্যে পাঁচটি সিরিজ জেতে। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ তে হারায়। ইংল্যান্ডের মাটিতে ৩-২ এ সিরিজ জেতে ভারতের জুনিয়ররা। দক্ষিণ আফ্রিকায় ৩-০ তে সিরিজ জয়। বিশ্বকাপে বোলারদের মধ্যে কণিষ্ক চৌহানের দিকে নজর থাকবে। ১৫ ম্যাচে ২২ উইকেট তুলে নেন স্পিন অলরাউন্ডার। গড় ২৪.১৩। সেরা বোলিং ২০ রানে ৩ উইকেট। ছন্দে আছেন ডান হাতি পেসার দীপেশ দেবেন্দ্রন। ১০ ম্যাচে ১৫ উইকেট পান। গড় ২৭.৮৬। সেরা বোলিং ১৬ রানে ৩ উইকেট। বৃহস্পতিবার থেকে নতুন যাত্রা শুরু বৈভবদের।
