আজকাল ওয়েবডেস্ক: আচমকাই ওজন বেড়ে গিয়েছে। তাই বুঝেশুনে খাওয়াদাওয়া করছে বৈভব সূর্যবংশী। রীতিমতো ডায়েট মেনে খাবার খাচ্ছে বৈভব। এমনটাই জানিয়েছেন বৈভবের বাব সঞ্জীব।
আইপিএলের পরেই আচমকা ওজন অনেকটা বেড়ে যায় বৈভবের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বৈভবের বাবা জানিয়েছেন, ‘বৈভব এখন আর যা খুশি খায় না। বুঝেশুনে খায়। ব্যালান্সড ডায়েট মেনে চলে। আইপিএলের পর ওজন অনেক বাড়িয়ে ফেলেছিল। সেটা কমাতে হত। তাই নিয়ম করে এখন জিমে যায়।’
এমনকি রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়েরও যে ভূমিকা রয়েছে তা জানাতে ভোলেননি বৈভবের বাবা। তাঁর কথায়, ‘রাহুল স্যর আমাকে বলেছেন, তোমার কাজ এখন শেষ। বৈভব এখন আমাদের দায়িত্বে। এখন থেকে আমরা ওর খেয়াল রাখব। ও এখন আমাদের পরিবারের অংশ। শুধু এটা দেখতে হবে ও যেন মোবাইল আর ইন্টারনেট থেকে দূরে থাকে। আমরা ওকে এমন ক্রিকেটার তৈরি করব যে দেশের হয়ে খেলবে।’
আইপিএলে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৩৬ বলে ১০১ রান করে সবাইকে চমকে দিয়েছিল বৈভব। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে শতরানের নজির। গত সপ্তাহেই আবার একটি ম্যাচে ৯০ বলে ১৯০ রান করেছে বৈভব।
আপাতত ইংল্যান্ডে রয়েছে বৈভব। অনূর্ধ্ব ১৯ দলের হয়ে সফরে সে। যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করে বৈভব।
