আজকাল ওয়েবডেস্ক: ধিকিধিকি করে জ্বলছে আগুন। উজ্জ্বইনের ধর্মীয় নেতা হুমকি দিয়েছেন আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমান খেললে তাঁরা খেলা পণ্ড করে দেবেন। পিচ নষ্ট করা, স্টেডিয়াম ভাঙচুর করার হুমকি দিয়ে রেখেছেন তাঁরা।
সম্প্রতি বাংলাদেশে দীপু দাস নামের এক পোশাক শ্রমিককে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। সে দেশে হিন্দুদের উপরে অত্যাচারের কাহিনি বর্ণিত হয়েছে সংবাদমাধ্যমে। তার প্রেক্ষিতে এদেশেও ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে।
বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে এবারের নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দীপু দাসকে নৃশংস ভাবে হত্যা করার পর থেকেই কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মুস্তাফিজুর রহমানকে খেলানো হলে তাঁরা কেকেআর-কে বয়কট করবেন।
এই প্রেক্ষিতে ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ জানান, বাংলাদেশের তারকা ক্রিকেটারকে কেকেআর নামালে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিকে।
এবারের মিনি নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমান দল পেয়েছেন। উদ্ভুত পরিস্থিতিতে মুস্তাফিজুরকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে পরিস্থিতি যদি শান্ত, নিস্তরঙ্গও থাকত, তবুও বাংলাদেশের কাটার মাস্টারকে সব ম্যাচে পেত না কলকাতা নাইট রাইডার্স। পরস্থিতি এখন ঘোরালো আকার নিয়েছে। মুস্তাফিজুরকে খেলানো হলে ভক্তদের সমর্থন হারাবে কেকেআর। এমতাবস্থায় তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা তারকা বাঁ হাতি বোলারকে নিয়ে কী অবস্থান নেয় সেটাই দেখার।
