আজকাল ওযেবডেস্ক: কলকাতার পর এবার শিলিগুড়িতে যাত্রা শুরু করল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব (ইউকেএসসি)। রবিবার শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল মাঠে অ্যাকাডেমির পথ চলা শুরু হল। জাতীয় দলের প্রাক্তন ফুটবলার দীপক মণ্ডলের হাত ধরে শুভ পথচলা শুরু হল। এছাড়াএও ছিলেন ফিফা রেফারি প্রাঞ্জল ব্যানার্জি, টেকনো ইন্ডিয়া গ্রুপের সহ-সভাপতি ভাস্কর রায়, ফুটবল কোচ জয়ব্রত ঘোষ, শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের প্রিন্সিপাল নন্দিতা নন্দী, টেকনো ইন্ডিয়া ওয়ার্ল্ড পাবলিক স্কুলের প্রিন্সিপাল নিবেদিতা চক্রবর্তী-সহ শিলিগুড়ির বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা।
এই অ্যাকাডেমির মাধ্যমে শিলিগুড়িতে তাদের ফুটবল গ্রাসরুটস প্রোগ্রাম চালু করল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব (ইউকেএসসি)। এর লক্ষ্য প্রতিভাবান তরুণ ফুটবলারদের জন্য কাঠামোগত অগ্রগতির পথ তৈরি করা।
বাংলার অন্যতম ফুটবল প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি টেকনো ইন্ডিয়া গ্রুপের ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব (ইউকেএসসি)। উত্তরবঙ্গে তাদের প্রথম ফুটবল গ্রাসরুটস প্রোগ্রাম চালু হল। শিলিগুড়িতে শুরু হওয়া এই উদ্যোগটি পাহাড়-সমতল জুড়ে ফুটবলে জোয়ার আনবে। অ্যাকাডেমিতে ৪ থেকে ১৮ বছর বয়সী ছেলে-মেয়েরা সারা বছর প্রশিক্ষণ পাবে। টেকনো স্কুলে মাঠেই হবে প্রশিক্ষণ।
শিলিগুড়িতে বহু কোচিং ক্যাম্প থাকলেও আধুনিক প্রশিক্ষণের অভাব আছে। এবার এই অভাব অনেকটাই পূরণ হবে বলে আশা। পাশাপাশি ফুটবলে পেশাদারিত্বও আসবে। যা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে ফুটবলারদেরকে।
আরও পড়ুন- ১৪ বছর আগে খেলেছিলেন, দেখিয়েছিলেন ম্যাজিক, এবার সেই যুবভারতীতেই আসছেন মেসি
অ্যাকাডেমি উদ্বোধনের ফাঁকে দীপক মণ্ডল বলেন, "আমাদের লক্ষ্য ইয়ুথ আই লিগ খেলা। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। কলকাতায় ক'বছর আগেই শুরু হয়েছে আমাদের অ্যাকাডেমি। এবার উত্তরবঙ্গে আমরা পা রাখলাম। দুই একাডেমির থেকে ভাল ফুটবলারদের নিয়েই আমরা ইয়ুথ আই লিগে খেলতে চাই। আগামীদিনে সাফল্য পাব বলে দৃঢ় বিশ্বাসী।"
রবিবার অ্যাকাডেমির উদ্বোধনে শিলিগুড়ির বিভিন্ন ক্লাব প্রতিনিধিরাও এসেছিলেন। ছিলেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। তাঁরা এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই বলতে শোনা যায়, এই অ্যাকাডেমি থেকে আগামী দিনে জাতীয় স্তরের ফুটবলার উঠে আসবে।
অ্যাকাডেমি উদ্বোধনের আগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীরা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সকলেরই নজর কাড়ে। আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচেরও। এতে অংশ নেয় টেকনো স্কুল ও অ্যাকাডেমির ফুটবলারা। ২-১ গোলে জয়ী হয় টেকনো স্কুল। উত্তরবঙ্গে ফুটবলের উন্নয়নে এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও।
