আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ ১৬। এদিন থেকে ইউরোপের শীর্ষ ক্লাবগুলি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামবে মঙ্গলবার থেকে। মঙ্গলবার ভারতীয় সময় রাত ১১:১৫ নাগাদ নক আউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্লাব ব্রুজ এবং অ্যাস্টন ভিলা। গ্রুপ লিগে শক্তিশালী আটলান্টার বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছিল ক্লাব ব্রুজ। প্রিমিয়ার লিগের ক্লাব কোনওভাবেই হালকা নিচ্ছে না তাদের।

 

জানুয়ারি মাসে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে মার্কাস রাশফোর্ড ও মার্কো অ্যাসেন্সিওকে দলে নিয়ে বড়সড় পরিবর্তন এনেছে। এই দুই তারকাই দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে মঙ্গলবার সবথেকে বড় ম্যাচ মাদ্রিদ ডার্বি। সান্তিয়াগো বার্নাবেউতে মুখোমুখি হচ্ছে রিয়াল এবং অ্যাটলেটিকো। প্লে অফে ম্যাঞ্চেস্টার সিটিকে হারালেও রিয়াল বেটিসের বিরুদ্ধে লা লিগার ম্যাচে হারের মুখোমুখি হয়েছে রিয়াল। উল্টোদিকে, দুর্দান্ত ফর্মে রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ। জুলিয়ান আলভারেজ এবং অ্যালেকজান্ডার সরলথ গোলের ছন্দে রয়েছেন।

 

এদিন রাতে পিএসভি মুখোমুখি হবে আর্সেনালের এবং বরুসিয়া ডর্টমুন্ড খেলবে লিলির বিরুদ্ধে। সবকটি ম্যাচই ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ফেয়েনর্ড এবং ইন্টার মিলানের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১১:১৫ নাগাদ। ৪ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের ম্যাচগুলি লাইভ সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। দর্শকরা ম্যাচ উপভোগ করতে পারবেন সোনি টেন ওয়ান, টু, থ্রি এবং ফাইভে। তাছাড়াও, অনলাইনে ম্যাচের লাইভ সম্প্রচার হবে সোনি লিভ অ্যাপে।