আজকাল ওয়েবডেস্ক: ইনিংসের ১৬-তম ওভারের শেষে অবসৃত হয়ে মাঠ ছাড়েন আরব আমিরশাহির দুই ওপেনার। দলের অন্যরাও সেই একই পথ অনুসরণ করলেন। আর এর ফলে টি-টোয়েন্টিতে নতুন এক ইতিহাস তৈরি হল। একই দলের ১০ জন অবসৃত হলেন। 

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া পর্বের বাছাইপর্বে এমনই অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছে। কাতারের বিরুদ্ধে ১৬ ওভারে ১৯২ রান করার পর আরব আমিরশাহির ১০ জন ব্যাটার অবসৃত হন। টি-টোয়েন্টিতে প্রথমবার এমন ঘটনা ঘটল। বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৫ বলে ইশা ওঝা ১১৩ রানের ইনিংস খেলেন। আরেক ওপেনার সতীশ ৪২ বলে ৭৪ রান করেন। 

কাতার ২৯ রানে থেমে যায়। ১৬৩ রানে বিশাল জয় পায় আমিরশাহি। আমিরশিহারি ইনিংসে শূন্য রানে অবসৃত হন  ৮ জন ব্যাটার। কাতারের ইনিংসে খাতা খোলার আগে ফিরে যান ৭ জন। মোট ১৫ জন শূন্য রানে ফিরেছেন। এমন ঘটনা মহিলাদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।