আজকাল ওয়েবডেস্ক:‌ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে এখনও অপরাজিত ভারত। ছোটদের বিশ্বকাপে গ্রুপ পর্বে দু’ম্যাচ খেলে দু’টিই জিতেছে তারা। ইতিমধ্যেই সুপার সিক্সে জায়গা করে নিয়েছে ভারত। শনিবার গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে বৈভব সূর্যবংশীরা। গ্রুপের শেষ ম্যাচ জিতে অপরাজিত থেকে সুপার সিক্সে নামতে চাইবে ভারত। তবে সেই ম্যাচে নামার আগে ভারতের প্রধান চিন্তা দলের ব্যাটিং। 


গ্রুপের প্রথম ম্যাচে আমেরিকা ও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারালেও ভারতের ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। দুই ম্যাচেই রান পেয়েছেন একমাত্র অভিজ্ঞান কুন্ডু। দ্বিতীয় ম্যাচে রান পেয়েছে বৈভব। কিন্তু বাকি ব্যাটিং এখনও অবধি ব্যর্থ। অধিনায়ক আয়ূষ মাত্রে রান পাচ্ছেন না।


আয়ূষ রান না পাওয়ায় শুরু থেকেই চাপ বেড়ে যাচ্ছে বৈভবের উপর। ভারতের মিডল অর্ডারে বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদীরাও রান পাননি। ফলে দলের রান টেনে নিয়ে যাওয়ার পুরো ভার পড়ছে অভিজ্ঞানের উপর।


ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও বোলিং নিয়ে খুব বেশি প্রশ্ন উঠছে না। আমেরিকার বিরুদ্ধে বোলাররা দাপট দেখিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে শুরুতে সমস্যা হলেও বৃষ্টির পর বোলাররা দলকে ম্যাচ জিতিয়েছেন। 


এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডকে হারাতে পারলে গ্রুপের শীর্ষে থেকে সুপার সিক্সে উঠবে ভারত। যদি শনিবার ভারত হারেও তার পরেও শীর্ষে থাকার সুযোগ রয়েছে বৈভবদের। কারণ, নিউজিল্যান্ডের থেকে নেট রানরেট অনেকটাই বেশি ভারতের। ফলে ভারত হারলে দু’দলের পয়েন্ট সমান থাকলেও নেট রানরেটে এগিয়ে থাকবেন আয়ূষরা। আর তেমনটা হলে সুপার সিক্সে ভারতকে খেলতে হবে জিম্বাবোয়ে ও পাকিস্তানের বিরুদ্ধে।


সম্প্রতি ছোটদের ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতে পিছিয়ে রয়েছে ভারত। এশিয়া কাপের ফাইনালে লজ্জার হার হয়েছে তাদের। ফলে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ক্রিকেটারদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সুপার সিক্সে পাকিস্তানকে হারাতে গেলে সেরা ফর্মে থাকতে হবে ভারতীয় দলকে। 


শনিবার দুপুর ১টা থেকে শুরু হবে ভারত–নিউজিল্যান্ড ম্যাচ। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিওহটস্টার অ্যাপে।