আজকাল ওয়েবজেস্ক: আরও দুটি টি-টোয়েন্টি ম্যাচ বাকি সিরিজের। সেই দুটো ম্যাচেও ভারতীয় দলের সঙ্গে থাকবেন শ্রেয়স আইয়ার। এর অর্থ হল তিলক ভার্মার প্রত্যাবর্তন বিলম্বিত হবে। শ্রেয়স আইয়ারকে দলে নেওয়া হয়েছিল প্রথম তিন ম্যাচের জন্য। তিলক ভার্মার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন নির্বাচকরা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তিলক ভার্মার এখনই মাঠে ফেরা হচ্ছে না। বাকি দুটো ম্যাচের জন্য়ও ভারতীয় দলের সঙ্গে থেকে যাচ্ছেন শ্রেয়স আইয়ার

তিলক ভার্মা এখন যন্ত্রণামুক্তপুরোদস্তুর ফিট হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন। সবুজ সঙ্কেতের অপেক্ষায় তিনি। তবে তিলক ভার্মাকে নিয়ে বোর্ডের সেন্টার অফ এক্সসেলেন্স ঝুঁকি নিতে চাইছে না।

বোর্ডের এক আধিকারিক তিলক সম্পর্কে বলেছেন, ''এই মুহূর্তে তিলক ভার্মা যন্ত্রণামুক্ত। দ্রুতই উন্নতি করছে। তবে বিশ্বকাপের জন্য পুরোদস্তুর সবুজ সঙ্কেত দেওয়ার আগে সেন্টার অফ এক্সলেন্স তিলককে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না। প্রাথমিক পরিকল্পনা ছিল চতুর্থ টি-টোয়েন্টিতে তিলককে মাঠে নামানো। পঞ্চম ও শেষ ম্যাচে তিলককে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে তিলককে নিয়ে এখনই তাড়াহুড়ো করা হচ্ছে না''

চোট পাওয়ার আগে তিলক প্রতিযোগিতা মূলক ক্রিকেট খেলছিল। খেলার মতো পরিস্থিতিতে রয়েছে এরকম জানার পরেই সবুজ সঙ্কেত দেওয়া হবে তিলককে।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্টব্যাক আপও তৈরি করে রাখতে চায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচে শ্রেয়স আইয়ার খেলেননি। তিলকের ফিরতে দেরি হওয়ায় শ্রেয়সকে সুযোগ দেওয়া হয় কিনা সেটাই দেখার।

ঈশান কিষানকে তিন নম্বরে পাঠানো হয় শ্রেয়স আইয়ারের জায়গায়ম্যানেজমেন্টের সিদ্ধান্তের প্রতি আস্থা জোগান ঈশান কিষান। চলতি টি-টোয়েন্টি সিরিজে সঞ্জু স্যামসন ছাড়া বাকিরা রান পেয়েছেন। সব থেকে স্বস্তির ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব রানে ফিরেছেন। অন্যদিকে অভিষেক শর্মা দুর্দান্ত ছন্দে রয়েছেন। প্রতিটি ম্যাচে তাণ্ডবলীলা চালাচ্ছেন। আসন্ন বিশ্বকাপেও তিনি যে বোলারদের রাতের ঘুম কেড়ে নেবেন, এ কথা বলাই বাহুল্য।