আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই মেগা টুর্নামেন্টের জন্য টিকিট বিক্রি শুরু হয়ে গেল আজ বৃহস্পতিবার থেকেই।
উল্লেখযোগ্য ঘটনা হল, সবার আয়ত্তের মধ্যেই রাখা হয়েছে টিকিটের দাম। ভারতের ভেন্যুতে সর্বনিম্ন টিকিটের দাম মাত্র ১০০ টাকা। টিকিট বিক্রি শুরু হয়েছে সন্ধ্যা ৬.৪৫ মিনিট থেকে। অন্যদিকে, শ্রীলঙ্কায় সর্বনিম্ন টিকিটের দাম সেদেশের মুদ্রায় ১ হাজার টাকা। ক্রিকেটভক্তরা https://tickets.cricketworldcup.com/ ওয়েবসাইট থেকে টিকিট পাবেন।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া বলেন, ''টিকিটের দাম মাত্র ১০০ টাকা থেকে শুরু হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে উত্তেজনা বেড়ে গিয়েছে বহুগুণে। ম্যাচের দিন দুর্দান্ত এক পরিবেশ তৈরি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের মানুষের খেলাধুলোর প্রতি প্যাশন, প্রাণশক্তিতে ভরপুর স্টেডিয়ামের ছবি তুলে ধরাই আমাদের লক্ষ্য।''
২০২৬ বিশ্বকাপের বল গড়াচ্ছে ৭ ফেব্রুয়ারি। চলবে ৮ মার্চ পর্যন্ত। প্রথম দিন
কলম্বোয় পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ। অন্যদিকে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মুম্বইয়ে ভারতের সামনে মার্কিন যুক্তরাষ্ট্র।
আইসিসি জানিয়েছে, প্রথম পর্বের টিকিটের দাম খুবই কম রাখা হয়েছে। যাতে বেশি সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থাকতে পারেন।
এবারের বিশ্বকাপে ২০টি দল অংশ নিচ্ছে। ম্যাচের সংখ্যা ৫৫। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে কুড়িটি দলকে। ভারত রয়েছে এ গ্রুপে। সেই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র। ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের খেলা। সেই ম্যাচ হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।
নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চিদাম্বরম স্টেডিয়াম, অরুণ জেটলি স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম, ইডেন গার্ডেন্স, কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম, সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড ও পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের খেলাগুলো হবে।
