আজকাল ওয়েবডেস্ক: সাতদিন সময় বেড়েছিল। তারপরেও কমিশন জানতে চেয়েছিল, কাজ সম্পন্ন করার জন্য, যে ১২ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে, তাদের অতিরিক্ত সময় লাগবে কিনা। কৌতূহল ছিল, যদি সময়সীমা বাড়ানো হয়ও, তাহলে কোন রাজ্যের জন্য কত অতিরিক্ত দিন ধার্য করবে কমিশন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর সময়সূচী সংশোধন করা হয়েছে। তাতে দেখা গেল, বাংলাকে কোনও অতিরিক্ত সময় দেওয়া হয়নি। অন্যদিকে সবথেকে এবশি সময় দেওয়া হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশকে।
ওই ছ'টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হল-
তামিলনাড়ু
গুজরাট
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ
ছত্তিশগড়
আন্দামান ও নিকোবর।
তামিলনাড়ুর এনুমারেশন ফর্ম পর্বের শেষ দিন ১৪ ডিসেম্বর, রবিবার।
গুজরাটের এনুমারেশন ফর্ম পর্বের শেষ দিন ১৪ ডিসেম্বর, রবিবার।
মধ্যপ্রদেশের এনুমারেশন ফর্ম পর্বের শেষ দিন ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার।
ছত্তিশগড়ের এনুমারেশন ফর্ম পর্বের শেষ দিন ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার
আন্দামান ও নিকোবরের এনুমারেশন ফর্ম পর্বের শেষ দিন ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার।
উত্তরপ্রদেশের এনুমারেশন ফর্ম পর্বের শেষ দিন ২৬ ডিসেম্বর, শুক্রবার।
তামিলনাড়ুতে খসড়া তালিকা প্রকাশিত হবে ১৯ ডিসেম্বর, শুক্রবার।
গুজরাটে খসড়া তালিকা প্রকাশিত হবে ১৯ ডিসেম্বর, শুক্রবার।
মধ্যপ্রদেশে খসড়া তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর, মঙ্গলবার।
ছত্তিশগড়ে খসড়া তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর, মঙ্গলবার।
আন্দামান ও নিকোবরে খসড়া তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর, মঙ্গলবার।
উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর, বুধবার।
নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচন কর্মকর্তাদের (CEO) কাছ থেকে প্রাপ্ত অনুরোধের ভিত্তিতে, ভারতের নির্বাচন কমিশন ওইসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সময়সূচি পরিবর্তন করেছে। গোয়া, গুজরাট, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের এনুমারেশন পর্ব শেষ হবে আজ অর্থাৎ ১১ ডিসেম্বর। এই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ১৬ ডিসেম্বর ধার্য হয়েছে।
এনুমারেশন ফর্ম জমার ক্ষেত্রে কেরলকে আগেই বাড়তি সময় দিয়েছিল কমিশন। এদিনের বিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়েছে তাও। সেখানে এনুমারেশন পর্ব শেষ হবে ১৮ ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর।
এই প্রসঙ্গে উল্লেখ্য, কমিশন শুরুতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে, ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৪ ডিসেম্বর এনুমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে। তার পর সেই সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে দেয় কমিশন। সেই সময়সীমা ১১ ডিসেম্বর অর্থাৎ আজ, বৃহস্পতিবার শেষ হচ্ছে। এর আগে কমিশন জানিয়েছিল, এই কাজ শেষ করতে রাজ্যগুলিতে আর বাড়তি সময় প্রয়োজন কি না। কমিশন জানিয়েছে পাঁচ রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের প্রধান নির্বাচন কর্মকর্তাদের (CEO) কাছ থেকে প্রাপ্ত অনুরোধের ভিত্তিতে এসআইআর প্রক্রিয়ার দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।
