নিটোল ত্রিকোণ প্রেমের ছবি তৈরিতে হাত দিয়েছেন ‘কিশমিশ’ ছবিখ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায়। ছবির নাম ‘মন মানে না’। ছবিতে মুখ্য তিন চরিত্রে দেখা যাবে ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায় এবং হিয়া চট্টোপাধ্যায়-কে। ছবির নায়িকা হিয়ার আরও একটি পরিচয় রয়েছে। তিনি জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে। ‘মন মানে না’-র মাধ্যমেই টলিপাড়ায় পা রাখতে চলেছেন হিয়া। 

 

 

তবে এবার খবর, ছবিতে হিয়া শুধু নন থাকছেন আরও নায়িকা। এই ছবিতেই ক্যামিও চরিত্রে দেখা যেতে চলেছে টলিপাড়ার একাধিক নায়িকাকে।‌ তাঁদের মধ্যে অন্যতম তৃণা সাহা, স্বীকৃতি মজুমদার, অঙ্গনা রায়, তিতিক্ষা দাস। পরিচালক রাহুল মুখোপাধ্যায় আজকাল ডট ইন-কে বলেন, "ছবি জুড়ে থাকবেন বহু অভিনেতা-অভিনেত্রীরা। আসলে এত বছর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আমি, আর এটা আমার প্রথম প্রযোজনাও। তাই ইন্ডাস্ট্রির বন্ধুরা, বোনেরা, শুভাকাঙ্ক্ষীরা সবাই পাশে থেকেছেন। এই গল্পের নায়িকা হিয়াই। তবে বাকিদের গল্পের বিভিন্ন সময় দেখা যাবে। এর থেকে বেশি কিছু বলা যাবে না‌। বললেই চমক নষ্ট।" 

 


তবে চমকের শেষ এখানেই নয়! এই ছবিতেই অতিথি শিল্পী হিসেবে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়! ‘মন মানে না’ ছবিতে পাহাড়ের কোলজুড়ে থাকা একটি কনভেন্ট স্কুলের ডিন-এর ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। আপাত গম্ভীর হলেও ছাত্র-ছাত্রী অন্তঃপ্রাণ তাঁর। ছবিতে একটি দৃশ্যে হিয়ার সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন শাশ্বত! সেই দৃশ্যে হিয়া অভিনীত চরিত্রের দুষ্টুমির জন্য তাঁকে ছোট্ট করে বকা দেওয়ার পাশাপাশি অল্প কথায় জীবনের পাঠও দিতে দেখা যাবে শাশ্বতকে। 

 


এছাড়াও ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপা বসু, প্রীতি সরকার প্রমুখ। ছবির সিনেম্যাটোগ্রাফারের দায়িত্ব সামলাবেন মধুরা পালিত। ছবির কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি মেখলা বসু। গত মে-জুন মাস জুড়ে কলকাতা এবং দার্জিলিংয়ের বিভিন্ন লোকেশন জুড়ে চলেছে ‘মন মানে না’র শুটিং। 

 


ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার ও মুক্তির দিনক্ষণ। ২০২৬-এর ১৩ ফেব্রুয়ারি বড়পর্দায় আসছে এই ছবি। অর্থাৎ ভালবাসা দিবসের আগেই মুক্তি পাচ্ছে 'মন মানে না'। প্রকাশ্যে আসা ছবির প্রথম পোস্টারে যদিও দেখা মেলেনি দুই নায়কের, যদিও মুখ দেখা যায়নি নায়িকারও। তবে খুব তাড়াতাড়ি আসছে ছবির টিজার। সেখানেই থাকবে আরও নতুন চমক। এমনটাই ইঙ্গিত পরিচালকের।