আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর যশপ্রীত বুমরাকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দেখছেন রবিচন্দ্রন অশ্বিন। রোহিত অবসর নেওয়ার পাঁচদিনের মধ্যে টেস্ট থেকে সরে যান বিরাটও। দু'জনের প্রায় একসঙ্গে অবসরের কথা জানতেন না তারকা স্পিনার। তবে এটা যে ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত কঠিন সময়, সেটা জানিয়ে দিলেন। পাশাপাশি দাবি করেন, দুই মহারথীর অবসরে শুরু হয়ে গেল গৌতম গম্ভীর জমানা। ইউ টিউবে নিজের শো 'অ্যাশ কি বাত' এ অশ্বিন বলেন, 'আমি ভাবতে পারিনি দু'জন একসঙ্গে অবসর নেবে। এটা ভারতীয় ক্রিকেটের পরীক্ষার সময়। আমি বলব, এবার আসল গম্ভীর যুগ শুরু হবে।'
লাল বলের ক্রিকেট থেকে রোহিত-বিরাটের আকস্মিক অবসর মেনে নিতে পারেননি অশ্বিন। তিনি মনে করেন, তাঁদের ভারতীয় ক্রিকেটকে আরও দেওয়ার ছিল। তাঁর মতে, ইংল্যান্ড সিরিজেই দু'জনের অভাব বোধ হবে। অশ্বিন বলেন, 'ওদের অবসর একটা শূন্যস্থান তৈরি করবে। এইরকম সফরে অভিজ্ঞতা কেনা যায় না। বিরাটের এনার্জি এবং রোহিতের সংঘঠিত মনোভাব ভারতীয় দল মিস করবে। ১০-১২ বছর ধরে ভারতের টেস্টে সাফল্য রয়েছে। ইংল্যান্ড সিরিজ পর্যন্ত খেলা উচিত ছিল রোহিতের। রান পেলে আরও কিছু বছর চালিয়ে যেতে পারত।'
এতদিন পর্যন্ত টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন যশপ্রীত বুমরা। রোহিতের অনুপস্থিতিতে পারথে প্রথম টেস্টে নেতৃত্ব দেন তিনি। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে, নেতৃত্বের লড়াইয়ে এগিয়ে শুভমন গিল। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, 'সম্পূর্ণ নতুন দল ইংল্যান্ড সফরে যাবে। যেখানে সবচেয়ে সিনিয়র প্লেয়ার বুমরা। নেতৃত্বের ক্ষেত্রে ও একজন বিকল্প। আমার মতে, ওরই অধিনায়ক হওয়া উচিত। তবে ওর শারীরিক অবস্থার ভিত্তিতে নির্বাচকরা সিদ্ধান্ত নেবে।' তবে বুমরা নয়, গিলকেই চাইছেন অশ্বিন।
