আজকাল ওয়েবডেস্ক: ''বিরাট কোহলি তো আমার নেতৃত্বে খেলেছে।'' লালু-পুত্র তেজস্বী যাদবের এহেন মন্তব্য সমাজমাধ্যমে তীব্র আলোড়ন তৈরি করেছে।
ক্রিকেটার থেকে এখন পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে উঠেছেন তেজস্বী। কিন্তু তাঁর ক্রিকেট-সফর নিয়ে কেউ কিচ্ছু বলেন না। এটাই মনস্তাপের কারণ তেজস্বীর।
একসময়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন লালু-পুত্র। একটি প্রথম শ্রেণি, দুটি লিস্ট এ এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তেজস্বী। ঘরোয়া ক্রিকেটে তেজস্বী ঝাড়খণ্ডের হয়ে প্রতিনিধিত্ব করতেন।
২০০৯ সালে বিদর্ভর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটেছিল লালু-পুত্রের। ২০০৮ মরশুমে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) চুক্তি করেছিলেন তেজস্বীর সঙ্গে। চার বছর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকলেও একটি ম্যাচও খেলেননি তিনি। সেই তেজস্বী একটি মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়ার সময়ে দাবি করেছেন, ঘরোয়া ক্রিকেটে বিরাট কোহলির অধিনায়ক ছিলেন তিনি। দিল্লির হয়ে নাকি কোহলি এবং তেজস্বী খেলেছেন।
তিনি বলেছেন, ''আমি ক্রিকেটার ছিলাম। কিন্তু সেই কথা কেউ বলেন না। বিরাট কোহলি আমার নেতৃত্বে খেলেছে। এ নিয়ে কেউ একটা শব্দও খরচ করে? কেন কেউ বলেন না? আমি ভালই খেলতাম। টিম ইন্ডিয়ার অনেক ক্রিকেটারই আমার ব্যাচ মেট।''
এতকিছুর পরও তেজস্বী তাঁর প্রিয় ক্রিকেট নিয়ে বেশিদূর অগ্রসর হতে পারেননি। মাঝপথেই বিদায় জানাতে হয় ক্রিকেটকে। তেজস্বী যাদব বলেছেন, ''দুটো লিগামেন্টেই চোট পেয়েছিলাম। সেই কারণে ক্রিকেট ছাড়তে হয়।''
তেজস্বীর এহেন মন্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কেউ মন্তব্য করেছেন, ''তেজস্বী ভুল কিছু বলেননি। ও ড্রিম ইলেভেন ক্রিকেট নিয়ে বলেছে।'' আরেক ক্রিকেটভক্ত লিখেছেন, ''তেজস্বীর সঙ্গে দিল্লি ক্যাপিটালসের যোগ রয়েছে জানলাম। এই কারণে দিল্লি আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে না।''
