আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে আশঙ্কার ছবি। গোটা দেশকে চিন্তায় ফেলে দিলেন তামিম ইকবাল। টসের অব্যবহিত পরেই বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।
বাংলাদেশের সংবাধ মাধ্যমের খবর অনুযায়ী, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই এখন চিকিৎসাধীন রয়েছেন তামিম।
বিকেএসপি-র পাশেই রয়েছে ফজিলাতুন্নেছা হাসপাতাল। ক্রিকেট মাঠ থেকে সেখানেই তাঁকে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম। কিছু মিডিয়ার খবর, তামিম লাইফ সাপোর্টে রয়েছেন।
তামিমের এনজিওগ্রাম করানো হয়েছে বলেই খবর। তাঁর হৃদযন্ত্রে ব্লক রয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা আগের থেকে ভাল বলে জানা গিয়েছে। অসুস্থ হওয়ার পরে তামিমকে ঢাকার হাসপাতালে আনার চেষ্টা করা হয়েছিল। হেলিকপ্টারও মাঠে আনার উদ্য়োগ নেওয়া হয়েছিল। কিন্তু শেষ মেশ তামিমকে নিয়ে যাওয়া হয় ফজিলাতুন্নেছা হাসপাতালে।
ঢাকা প্রিমিয়ার লিগে মহামেডানের সঙ্গে খেলা ছিল শাইনপুকুরের। তিনি অধিনায়ক। টসও করেন। এরপরেই বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা করা হয়। পরিস্থিতির উন্নতি না ঘটায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
