আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাদ পড়ার দিনেই নাটকীয় ভাবে জানিয়ে দেওয়া হল দেশে ও দেশের বাইরে জাতীয় দলের হয়ে খেলার জন্য বিবেচিত করা হবে শাকিব আল হাসানকে। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এহেন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিয়ে তামিম বলেছেন, বিশ্বকাপ থেকে একপ্রকার ছাঁটাই হওয়ার পরে পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য শাকিবকে বোড়ে যেন না করে। 
তামিম জোর দিয়ে বলেন, শাকিবকে বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া উচিত। সরকার ও বিসিবি নিজেদের মধ্যে আলোচনা করে শাকিবকে নিয়ে একবিন্দুতে এসে পৌঁছলে তাঁকে দেশের হয়ে খেলতে দেওয়া উচিত। জনগণের চাপের জন্য হঠাৎ করেই শাকিবকে দলে নেওয়ার ঘোষণা করা উচিত নয়। শাকিবের মতো ক্রিকেটারকে শ্রদ্ধা করা উচিত। তামিম বলছেন, ''যদি সরকার সবুজ সঙ্কেত দেয়, তাহলে ঠিক আছে। যদি তারা মনে করে শাকিব এখনও খেলতে সক্ষম, তাহলে ওকে খেলতে দাওয়া হোক। কিন্তু যদি এটা কেবল আইওয়াশের জন্য করা হয়, তাহলে এটা করা উচিত নয়। কারণ আমি বিশ্বাস করি শাকিব কিন্তু সম্মান পাওয়ার যোগ্য।'' 

যে শাকিব আল হাসানকে দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না, দেশের জার্সিতে নামতে পারছেন না, সেই শাকিবকে জাতীয় দলের হয়ে খেলার জন্য বিবেচনা করা হচ্ছে।

২০২৪ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত টেস্টে দেশের হয়ে শেষবার মাঠে নামেন শাকিব। মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে সর্বোচ্চ ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব। কিন্তু সেই সময়ের পরিস্থিতির জন্য আর দেশে ফেরেননি শাকিব। তার পর থেকে বাংলাদেশ ক্রিকেটে ব্রাত্যই থেকে গিয়েছেন শাকিব।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পরে হঠাৎ করেই শাকিবকে নিয়ে সাংবাদিক বৈঠক করে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন। সাংবাদিক বৈঠকে তিনি জানান, শাকিবের সঙ্গে তাঁদের কথা হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারও খেলার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানানো হয়েছে। কিন্তু ক্রিকেটের বাইরেও তো শাকিবের রাজনৈতিক একটা পরিচয় রয়েছে। বাংলাদেশ সরকার কি তা মেনে নেবে?

অনেকেই মনে করছেন শাকিবকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় ছিল। বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে এহেন সিদ্ধান্তর পরই অনেকে সন্দিহান হয়ে ওঠেন। প্রশ্ন তুলতে থাকেন, তবে কি ঘটনাপ্রবাহের মুখ ঘোরানোর জন্যই শাকিবের নাম আচমকাই তোলা হল। বিসিবির টাইমিং কি ঠিক হল? নাকি বাকি সবকিছুর মতো তা মিসটাইমড হয়ে গেল?