আজকাল ওয়েবডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচের আগে তিনি অসুস্থ অনুভব করেন।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে ঢাকার কেপিজে এভারকেয়ার হাসপাতালে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তবে তিনি আবার কবে মাঠে ফিরতে পারবেন বা ফিরতে পারবেন কিনা, তা এখনও অনিশ্চিত। জানা গিয়েছে, আগামী তিন থেকে চার মাসের মধ্যে একটি মেডিকেল বোর্ড বৈঠকে বসবে, যেখানে তামিমের ক্রিকেটে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিকেএসপি-র পাশেই রয়েছে ফজিলাতুন্নেছা হাসপাতাল। ক্রিকেট মাঠ থেকে সেখানেই তাঁকে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম। ঢাকা প্রিমিয়ার লিগে মহামেডানের সঙ্গে খেলা ছিল শাইনপুকুরের। তিনি অধিনায়ক। টসও করেন। এরপরেই বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা করা হয়। পরিস্থিতির উন্নতি না ঘটায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
