আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপে খেলতে পারবেন তিলক বর্মা? এখনও নিশ্চিত নয়। কারণ এখনও ফিট হতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি–২০ সিরিজের বাকি দুই ম্যাচেও নেই এই বাঁহাতি ব্যাটার। ফলে দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে।
সোমবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআইয়ের) তরফে জানানো হয়েছে, পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও খানিকটা সময় লাগবে তিলকের। তিনি সম্ভবত বিশ্বকাপ শুরুর দিন চারেক আগে ভারতীয় দলে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর সোজা বিশ্বকাপে নামবেন তিলক। বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘তিলক বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে শারীরিক কসরত শুরু করেছেন। তিনি ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে ওঠার দিকে এগোচ্ছেন। তবে চলতি টি–২০ সিরিজে তিনি খেলতে পারবেন না। শ্রেয়স আইয়ারকেই দলের সঙ্গে রাখা হচ্ছে।’
যা পরিস্থিতি, এখনও অবধি তাতে হয়ত বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ভারতীয় দলে দেখা যেতে পারে তিলককে। তবে সেটাও নির্ভর করছে পুরোপুরি ফিট হওয়ার উপর।
চলতি মাসের শুরুতে বিজয় হাজারেতে খেলার সময় তলপেটে চোট পেয়েছিলেন তিলক। তলপেটে রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিলকের চোট গুরুতর। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। বোর্ডের মেডিক্যাল টিমের পরামর্শে অস্ত্রোপচার হয়। তারপর থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিলক। আপাতত বিসিসিআইয়ের সেন্টার এক্সেলেন্সে রয়েছেন বাঁহাতি ব্যাটার। বিশ্বকাপে তাঁকে খেলানো যাবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ডের চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর।
আপাতত যা খবর, তাতে ৩ ফেব্রুয়ারি দলের সঙ্গে যোগ দিতে পারেন তিলক। আর যদি একান্তই ফিট হতে না পারেন? সেক্ষেত্রে তিলকের জায়গায় দলে ঢোকার লড়াইয়ে আছেন দু’জন। একজন শ্রেয়স আইয়ার। যিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি–২০ সিরিজের দলে রয়েছেন। তবে এখনও একটি ম্যাচেও তাঁকে খেলানো হয়নি। অন্যজন রিয়ান পরাগ। ব্যাটের পাশাপাশি বলও করতে পারেন পরাগ। তবে দীর্ঘদিন তিনি জাতীয় দলের হয়ে খেলেননি। তবে বিসিসিআই শেষ চেষ্টা তিলকের জন্য করবে বলে জানা গেছে।
