পুরনো সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা নতুন সম্পর্কে প্রভাব ফেলার আগেই নিজেকে সামলে নেওয়া প্রয়োজন। নতুন সঙ্গীর সঙ্গে ভালো থাকার জন্য পুরনো ভুলের পুনরাবৃত্তি না করা, তাড়াহুড়ো না করে একে অপরকে সময় দেওয়া, এবং স্বচ্ছ যোগাযোগ বজায় রাখা জরুরি। আগের সম্পর্কের চেয়ে নিজেকে মানসিকভাবে বেশি দৃঢ় এবং বুদ্ধিমান করে নতুন অধ্যায় শুরু করুন।
2
7
বিচ্ছেদের পর নিজেকে সময় দিন। সঙ্গে সঙ্গে নতুন সম্পর্কে 'রিবাউন্ড' হিসেবে না জড়িয়ে কিছুটা সময় নিন, নাহলে নতুন সঙ্গীও কষ্ট পাবেন। ধীরে সুস্থে নতুন সম্পর্কে এগোন৷
3
7
আগের সম্পর্কে কী ভুল হয়েছিল, তা ঠান্ডা মাথায় ভাবুন। সেই ভুলগুলো যেন নতুন সম্পর্কে না হয়, সেদিকে খেয়াল রাখুন।
4
7
নতুন সঙ্গীর কাছে পুরনো সম্পর্কের অভিজ্ঞতা গোপন করবেন না। এমনকী কখনও আগের সঙ্গীর সঙ্গেও তুলনায় যাবেন না।
5
7
প্রত্যেক মানুষ আলাদা। আপনার বর্তমান সঙ্গীকে পুরনো সঙ্গীর মাপকাঠিতে বিচার করবেন না।
6
7
বিশ্বাস হারিয়ে ফেললে সম্পর্ক টিকবে না। পরস্পরের প্রতি আস্থা ও শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত জরুরি।
7
7
নিজের হারিয়ে যাওয়া পছন্দ বা অভ্যাসগুলোকে (যেমন: বই পড়া, বাগান করা) আবার খুঁজে নিন। নিজের ওপর আস্থা রাখুন, পুরনো সম্পর্কের তিক্ততা নিয়ে পড়ে থাকবেন না। ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করুন এবং ছোট ছোট মুহূর্ত উপভোগ করুন।